ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পূরবী ও অমিতাভের গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ২৩:৫৫, ৩১ মার্চ ২০১৭

পূরবী ও অমিতাভের গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ সত্যেন সেন উৎসবের শেষ দিনে সঙ্গীতের সুরমূর্ছনায় শ্রোতাদের বিমোহিত করলেন শিল্পী পূরবী মুখোপাধ্যায় ও অমিতাভ মুখোপাধ্যায়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘অষ্টম সত্যেন সেন গণসঙ্গীত উৎসব ও জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা-২০১৭’র শেষ দিনের এ আয়োজন করা হয় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে শিল্পী পূরবী মুখোপাধ্যায় হেমাঙ্গ বিশ্বাসের উপর রচনা এবং নিজের গাওয়া গানের কয়েকটি সিডি তুলে দেন উদীচী’র সভাপতি ড. সফিউদ্দিন আহমদের হাতে। সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় দুই শিল্পীর যুগল পরিবেশনা। তাঁরা একে একে পরিবেশন করেন লোক, গণসঙ্গীত, রবীন্দ্র, নজরুল, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং অতুল প্রসাদের গানের বৈচিত্র্যপূর্ণ সুরের বেশ কয়েকটি গান। গানের পাশাপাশি কথা ও আলোচনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন দুই শিল্পী। পরিবেশন করেন হেমাঙ্গ বিশ্বাসের গান। এই দুই শিল্পীই প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং ভারতীয় গণনাট্য সঙ্ঘ-আইপিটিএ’র অন্যতম প্রতিষ্ঠাতা সুনীল মুখোপাধ্যায়ের সন্তান। এবারের উৎসবের শ্লোগান ‘আমার লড়াই, আমার গান, উঠবে জেগে সর্বপ্রাণ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে ২৮ মার্চ বিকালে তিনদিনব্যাপী এ উৎসব উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।
×