ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবিরোধী নায়ক সাইমন

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ মার্চ ২০১৭

সন্ত্রাসবিরোধী নায়ক সাইমন

জন্ম ক্ষণে কেউ নায়ক হয়ে পৃথিবীতে আসে না। তবে কেউ কেউ নায়ক হওয়ার জন্য আসে। এমন মানুষের সংখ্যা খুব যে বেশি তা কিন্তু নয়। বিনোদন জগতের প্রিয় মুখ থেকে দেশ ও জাতির অগ্রদূত। সে-ই তো নায়ক! সাধারণের হৃদয় গহীনে রঙের আবেশ ছড়ায়, আনন্দের রসদ যোগায়। তাদের কল্পরাজ্যে তারকা হয়ে জল জল করে জ্বলতে থাকে। সময়ে সময়ে আমাদের চিত্রজগতে এমন নায়কের আবির্ভাব ঘটেছে। তারা দর্শক মাতিয়েছে। কেউ কেউ রয়ে গেছে অজস্র হৃদয়ের নরম অনুভূতিতে। সময় বদলের এই নিয়মে আগমন সাইমন সাদিকের। তিনি এখন জননন্দিত চিত্রনায়ক। মজার বিষয় হলো সাইমন কখন ভাবেনি জীবনের এই পর্যায় এসে নিজেকে নায়ক রূপে আবিষ্কার করবেন। এ যেন অদৃশ্যের নির্ধারিত। শৈশব-কৈশর পার করেছেন আমাদের চিরাচরিত একান্নবর্তী বাঙালী পরিবারে। পারিবারিক ঐতিহ্য তাকে নায়ক হওয়ার পথে হাঁটতে শেখায়নি। সাধারণ আর পাঁচজনের মতোই স্বাভাবিক ছিল সাইমনের জীবন। শিক্ষিত ব্যবসায়ী যুবক, তবে সুদর্শন। অত:পর জীবন-সংসার, স্বামীর সংসার, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, ভালবাসলেই ঘর বাঁধা যায় না। এমনসব জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সফল নন্দিত চিত্র পরিচালক জাকির হোসেন রাজরু সঙ্গে সাইমনের পরিচয় । বিষয়টা এমন পরিচালকের গল্প আছে, নায়িকা আছে, কিন্তু খোঁজ নেই নায়ক চরিত্রের মানুষটির। অবশেষে তিনি পেয়ে গেলেন সাইমনকে। প্রস্তাব করলেন। জি হুজুর। চলচ্চিত্রের নায়ক হওয়ার। সাইমন নায়ক হতে সম্মতি জানালেন। হয়ে গেলেন জীবনের প্রথম সিনেমার প্রধান চরিত্র। সাল ২০১২। তারপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। এমন সহজ সরল প্রাঞ্জল ভাষায় অল্প কথায় নিজের নায়ক হওয়ার গল্প বললেন সাইমন। সম্প্রতি এই ব্যস্ত, সুদর্শন নায়ক কথা বলেছেন আনন্দকণ্ঠের সঙ্গে। শেয়ার করেছেন তার বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা। সাইমন থেকে নায়ক সাইমন হওয়ার গল্প তো বললেন, এখন কী করছেন? উত্তর, আমি এখন কমপ্লিট একজন অভিনেতা। ভবিষ্যতে এই পরিচয় নিয়ে বাঁচতে চাই। বর্তমানে মনোযোগের সঙ্গে অভিনয় কারছি। কেন ছবিতে কাজ করছেন? উত্তর, মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ চলচ্চিত্রের কাজ করছি। সঙ্গে ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি। সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে সাইমন বলেন, আমি এই সিনেমায় নায়কের চরিত্র করছি। জন্নাতের গল্প ? এটা একটা সন্ত্রাসবিরোধী গল্প। সন্ত্রাসী সেন্টিমেন্ট ও প্রতিকার এই সিনেমার আখ্যান। এর বেশি বলা যাবে না দর্শক হলে গিয়ে গল্পের মূলোৎপাটন করবে। আমি এবং আমাদের টিম এটাই চাই। খুব জোরের সঙ্গে চলছে সিনেমার কাজ। বর্তমানে বাংলাদেশসহ সারা পৃথিবীতে চলছে সন্ত্রাসবাদের বিভীষিকার কালো অধ্যায়। বলতে গেলে পুরো পৃথিবী এই ত্রাসে তটস্থ। যুদ্ধ চলছে এই অমানবিক দর্শনের বিরুদ্ধে। এক্ষেত্রে সংস্কৃতির হাতিয়ার সিনেমা পিছিয়ে নেই। এই দিক থেকে বিদেশী সিনেমা বেশি লক্ষণীয়। সাইমন সাদিক কিশোরগঞ্জের ছেলে। বাবা এলাকার জননন্দিত জনপ্রতিনিধি। যৌথ পরিবারের চাচ-চাচি এবং চাচাত ভাই- বোনদের মধ্যে তিনি এখন নায়ক সাইমন। বিষয়টা তাদেরও বেশ উপভোগের। ব্যক্তিগত জীবনে নায়ক সাইমনকে কেমন উপভোগ করছেন? উত্তরে, খুবই এনজয়এবেল! আমি এখন পুরোপুরি একজন অভিনেতা, এ ব্যাপারটা আরও বেশি আশ্চর্যের কারণ, বিনোদন জগতের মতো স্বপ্নের রাজ্যে নিজেকে এভাবে উপস্থাপন করতে পারবÑ এ আমি কখনই ভাবিনি। তাই তো মাঝে মাঝে বিস্ময় জাগে নিজের অদৃষ্টের লিখন নিয়ে! গেল মাসে মুক্তি পেয়েছে আকাশ আচার্য্যরে পরিচালনায় সাইমনের ‘মায়াবিনী’ চলচ্চিত্র। গল্প ছিল এই সিনেমার গল্প কিছুটা অফট্র্যাকের। তৃতীয় লিঙ্গের (হিজড়া) জীবনযাপনের এক অংশ উঠে এসেছে এই সিনেমায়। এ ছাড়া সাইমন ‘পড়া মন’ ‘ব্ল্যাকমানি’ ‘অজান্তে ভালবাসা’ ‘স্বপ্নছোঁয়া’র মতো একাধিক ভিন্ন ভিন্ন গল্পের প্রধান চরিত্রে ছিলেন। ২০১৭ সালে কতগুলো সিনেমায় তাকে দেখা যাবে। উত্তরে বলেন, আমার অভিনীত বেশ কয়েকটা সিনেমা এ বছর মুক্তি পাবে। তার মধ্যে খুব শীঘ্র্রই সজল আহম্মেদের পরিচালনায় ‘তুই আমার’। সঙ্গে নায়িকা মিষ্টি জান্নাত। এ ছাড়া বছরের মাঝামঝি সময়ে আসবে ‘খাসজমিন’ ‘জল শ্যাওলা’। এর মধ্যে জল শ্যাওলা শিশুতোষ চলচ্চিত্র। নায়ক সাইমন সাদিক একাধিক কারণে আমাদের চলচ্চিত্রে আলোচিত ২০১৪ সালে ‘রানা প্লাজা’ নামে একটি চলচ্চিত্র শেষ করেও নাম এবং গল্পের কারণে শেষাবধি সিনেমাটি মুক্তি পায়নি। দেশের পোশাকশিল্পের মতো স্পর্ষকাতর বিষয় জড়িয়ে এই সিনেমার গল্পের সঙ্গে তাই কিনা ছাড়পত্র মেলেনি। রানাপ্লাজা মুক্তি না পেলেও সিনেমার নায়ক হয়ে ব্যাপক আলোচনায় ছিলেন সাইমন। ঘাবড়ে যাননি, পিছুও হটেনি এগিয়েছেন দৃঢ়চিত্তে। আমাদের চলচ্চিত্রের সোনালি অতীত ছিল। সেই সোনালি দিনের অনেক উজ্জ্বল স্মৃতি আমাদের আজও আবেগতাড়িত করে। ইশ! সে দিন যদি আসত তাহলে কত ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পেতাম। কিন্তু সম্ভাবনা? সম্ভাবনা যাই হোক তবে নিরন্তর চেষ্টা চলছে যার কর্ণধার সাইমন সাদিকের মতো নায়ক। আপ্রাণ চেষ্টা করছেন আলাদা আলাদা গল্পে নিজেদের চরিত্র রাঙিয়ে। দর্শকদের বিনোদনের ক্ষুদা নিবারণে। ছবি : আরিফ আহমেদ
×