ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে জেলা পর্যায়ে কাইজেন সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৪৭, ২৮ মার্চ ২০১৭

নীলফামারীতে জেলা পর্যায়ে কাইজেন সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার,নীলফামারী ॥ সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক নীলফামারী জেলা কাইজেন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মজিবুর রহমান। সেমিনারে মুল প্রবন্ধ মালটিমিডার মাধ্যমে উপস্থাপন করেন এনএপিডির পরিচালক হাসান তারিক। তিনি বলেন 'আমরা ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪৮৮ টি উপজেলার ১২ হাজার অফিসের মাধ্যমে প্রতি বছর অন্তত একটি পদক্ষেপ বাস্তবায়নের চেষ্টা করছি।' এ ব্যাপারে কাইজেন প্রকল্প বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। জাপান উন্নয়ন সংস্থা-জাইকার নেয়া বিভিন্ন প্রকল্প কিভাবে বদলে দিচ্ছে দারিদ্রসীমার নিচে বসবাস করা হাজারো মানুষের ভাগ্য- বাল্য বিয়ে, কর্মের পরিধি ও সময়-এমন বাস্তব অনেক গল্পই তুলে ধরা হয় সম্মেলনে। শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পক্ষেত্রে ঘটেছে ব্যক্তি পর্যায়ে উন্নয়ন। কাইজেন প্রকল্পের মাধ্যমে একজন ব্যক্তি সরকারের উপর নির্ভরশীল না হয়ে নিজেই স্বাবলম্বী হতে পারে। এর মাধ্যমে দেশেরও উন্নয়ন তরান্বিত হবে।'সেই সঙ্গে সরকারী অফিসেও এই কাইজানের মাধ্যমে জনসেবা তৈরী করা যায়। কাইজেন একটি ক্ষুদ্র প্রকল্প হলেও দেশের উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন কাইজেন সেমিনারে উপস্থিত সরকারী কর্মকর্তাবৃন্দ।
×