ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলবে ১১ অক্টোবর পর্যন্ত

রাজধানীতে শেষ দফায় স্মার্টকার্ড বিতরণ শুরু ১০ এপ্রিল

প্রকাশিত: ০৫:১৫, ২৬ মার্চ ২০১৭

রাজধানীতে শেষ দফায় স্মার্টকার্ড বিতরণ শুরু ১০ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১০ এপ্রিল থেকে রাজধানীতে ৭ম ও শেষ দফায় নাগরিকদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ শুরু হচ্ছে। এ দফায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ২৬টি ওয়ার্ডের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছে ইসি। ১০ এপ্রিল থেকে বিতরণ শুরু হয়ে তা চলবে একটানা ১১ অক্টোবর পর্যন্ত। ইসি জানিয়েছে এ দফায় বিতরণ শেষে রাজধানীতে আর স্মার্টকার্ড বিতরণ করা হবে না। তবে যারা বিতরণ পর্যায়ে স্মার্টকার্ড সংগ্রহ করেননি তাদেরকে সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে হাজির হয়ে আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের ছাপ দিয়ে স্মার্টকার্ড সংগ্রহ করতে হবে। গতবছর অক্টোবরের ২ তারিখে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিনই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্মার্টকার্ড দেয়া হয়। এছাড়া ক্রিকেট দলের সদস্যদের হাতেও ওইদিন স্মার্টকার্ড দেয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতেও স্মার্টকার্ড তুলে দেয়া হয়। এর পরদিন ৩ অক্টোবর থেকে রাজধানীর রমনা থানায় ও উত্তরায় পরীক্ষামূলকভাবে স্মার্টকার্ড বিতরণ করা হয়। ইসি জানিয়েছে ইতোমধ্যে রাজধানীতে ৫ দফায় স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। ষষ্ঠ দফার কার্ড বিতরণ পর্যায়ে রয়েছে। ৭ম দফায় বিতরণের জন্য সময়সূচী ঘোষণা করা হয়েছে। এ দফায় অক্টোবরের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে। সপ্তম দফায় যেসব এলাকায় স্মার্টকার্ড বিতরণ করা হবে- ইসি জানিয়েছে ৭ম দফায় উত্তর সিটির ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০, ১৩, ১৪, ২৪, ২৫, ২৬, ২৭, ৩০, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণের সিডিউল ঘোষণা করা হয়েছে। এছাড়াও দক্ষিণের ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে এই ধাপে। সপ্তম ধাপের কার্যক্রম শুরু হবে উত্তর সিটির তিন নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে। ধারাবাহিকভাবে অন্যান্য ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে। একই সময় রাজধানীর পাশের ১৬টি ইউনিয়নের নাগরিকদের মধ্যেও স্মার্টকার্ড বিতরণ করা হবে। ইসি জানায় রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের পল্লবী থানার অধীনে ৩ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে মিরপুর ১০ নম্বরে অবস্থিত শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ৬ নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ২ নম্বর ওয়ার্ডের কার্ড বিতরণ করা হবে শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে, ৫ নম্বর ওয়ার্ডে মিরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে, মিরপুর থানার অধীনে ৮ নম্বর ওয়ার্ডে হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে, ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর ১ এর সিদ্ধান্ত হাইস্কুলে, ১০ নম্বর ওয়ার্ডের দারুস সালাম সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, ১৩ নম্বর ওয়ার্ডের মনিপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে মূল ব্রাঞ্চে, ১৪ নম্বর ওয়ার্ডের মিরপুর ১০ এ অবস্থিত মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, তেজগাঁও এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ২৬ নম্বর ওয়ার্ডের সরকারী বিজ্ঞান কলেজ কেন্দ্রে, ২৫ নম্বর ওয়ার্ডের সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ২৪ নম্বর ওয়ার্ডের তেজগাঁও আদর্শ স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে, মোহাম্মদপুর থানার ৩০ নম্বর ওয়ার্ডের, বেগম নূরজাহান মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে, ৩৩ নম্বর ওয়ার্ডের সাত মসজিদ রোডে অবস্থিত গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট কেন্দ্রে, ৩৪ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সূত্রাপুর থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কার্ড বিতরণ করা হবে করাতিটোলা সিএমসি মেমোরিয়াল হাইস্কুলে, ৩৮ নম্বর ওয়ার্ডের নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে, ৩৯ নম্বর ওয়ার্ডের শহীদ নবী হাইস্কুলে, ৪১ নম্বর ওয়ার্ডের ফকিরচাঁদ সর্দার কমিউনিটি সেন্টারে, ৪২ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া সরকারী উচ্চ বিদালয়ে, ৪৫ নম্বর ওয়ার্ডের গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ৪৬ নম্বর ওয়ার্ডের ফজলুল হক মহিলা কলেজ কেন্দ্রে এবং ৪৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম একাডেমি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
×