ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ০৯:১৬, ২৪ মার্চ ২০১৭

শেকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

স্টাফ রিপোর্টার ॥ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দল। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের প্রতিটি পদেই জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা। সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক বেগ বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ে ১৭৫। ৯৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এ মধ্যে নজরুল-মিজান পরিষদ ৬৮ শতাংশ ভোট পেয়েছে। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রোকেয়া বেগম (১০৬ ভোট) , সহযোগী অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম খান (৯৯), সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম (৯২), সহকারী অধ্যাপক রুহুল আমিন (১০০), সহকারী অধ্যাপক মোঃ মেফতাউল ইসলাম (৯০), সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম (৮৯)।
×