ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন ফিরল আগের নামে

প্রকাশিত: ০৯:১৬, ২৪ মার্চ ২০১৭

নির্বাচন কমিশন ফিরল আগের নামে

স্টাফ রিপোর্টার ॥ আগের নামে ফিরেছে নির্বাচন কমিশন। বর্তমান নূরুল হুদা কমিশন দায়িত্ব নিয়েই ‘নির্বাচন কমিশন বাংলাদেশ’ এর স্থলে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ সংযোজন করেছে। প্রথম থেকেই এই নাম ব্যবহার হয়ে এলেও রকিব উদ্দিন কমিশন দায়িত্ব নিয়ে কমিশনের নাম পরিবর্তন করে রাখেন ‘নির্বাচন কমিশন বাংলাদেশ।’ বর্তমান কমিশন কমিশনের নাম পরিবর্তন করে আগের নামেই ফিরে গেছে। গত ১৬ মার্চ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা স্বাক্ষরিত এক অফিস আদেশে বাংলাদেশ নির্বাচন কমিশন উল্লেখ করা হয়েছে। অফিস আদেশে তিনি উল্লেখ করেন, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ফিলিপিন্সের ম্যানিলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যোগাদের জন্য তিনি সে দেশে থাকবেন। এ সময়ে তার অবর্তমানে প্রধান নির্বাচন কমিশনার হিসেদে দায়িত্ব পালন করবেন কমিশনার মাহবুব তালুকদার। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এখন থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন লেখা হবে। আমাদের সব কাগজপত্রে এটাই লিখছি। নাম নিয়ে এখন কোন ভিন্নমত নেই। কমিশনও নীতিগতভাবে এটা অনুমোদন করেছে। এর আগে ২০১২ সাল থেকে বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত সদ্য বিদায়ী রকীব উদ্দিন কমিশন দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব নেয়ার এক বছরের মধ্যে ১৩ সালের জানুয়ারিতে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি নাম পাল্টে ‘নির্বাচন কমিশন, বাংলাদেশ’ রাখা হয়। মূলত সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই তারা এই নাম ব্যবহার করেন। এই নাম ব্যবহারের কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার পর থেকে কমিশনের নাম বাংলাদেশ নির্বাচন কমিশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সংবিধানেও বলা রয়েছে, ‘বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে। দেশও একটি, নির্বাচন কমিশনও একটি। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন হবে। নাম পরিবর্তনের পর সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ ভিজিটিং কার্ডে লেখেন ‘ইলেকশন কমিশন ফর বাংলাদেশ, মোহাম্মদ আবদুল মোবারক লেখেন ‘নির্বাচন কমিশন’ মোহাম্মদ আবু হাফিজ ও জাবেদ আলী লেখেন ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’। সদ্যবিদায়ী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দীন আহমদের কার্ডে নামের পরেই ‘চীফ ইলেকশন কমিশনার, বাংলাদেশ’ লেখা হতো। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানি দায়িত্ব নেন কেএম নুরুল হুদার নেতৃত্বধীন নির্বাচন কমিশন। তাদের অধীনে আগামীতে একাদশ জাতীয় নির্বাচনসহ দেশে সব স্থানীর সরকার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
×