ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

লক্ষ্মীপুরে পৃথক মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত: ০২:৪৩, ২২ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরে পৃথক মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে ও স্বামী হত্যা স্ত্রীসহ চারজন ও প্রতিবন্ধি ধর্ষণ মামলায় আরো একজনসহ মোট পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী। একই সাথে দন্ডপ্রাপ্ত আসামীদের প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাদন্ডের আদেশও দেন আদালত। অপরদিকে স্ত্রী রেহানা আক্তার রেনু হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অপর আদালত। এ ছাড়াও দন্ডপ্রাপ্ত আসামীর ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালতের বিচারক। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী আসামীর বিরুদ্ধে এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর স্ত্রীর পরকিয়া সম্পর্কের জের ধরে রায়পুর উপজেলার এনায়েতপুর গ্রামে শশুর বাড়ীর একটি বাগানে রাব্বীকে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীসহ শশুর বাড়ীর লোকজন। এ ঘটনায় পরদিন ৯ সেপ্টেম্বর নিহতের পিতা নুরুল আমিন পাটোয়ারী বাদী হয়ে রাব্বীর স্ত্রী, শশুর, শাশুড়ীসহ ৪জনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। একই সালের ২৫ নভেম্বর পুলিশ ওই মামলার চার্জশীট আদালতে দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানী শেষে আসামীদের প্রত্যেককে দোষী স্বাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে দন্ডপ্রাপ্ত আসামীদেরকে আরো এক বছর করে কারাদন্ডের আদেশ দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, শশুর জয়নাল আবেদিন, শাশুড়ী জোসনা আক্তার, স্ত্রী রেজিয়া বেগম ও মোঃ আলম। অপর দিকে সদর উপজেলার পুর্ব বাঁঙ্গাখা ইউনিয়নে প্রতিবন্ধী এক যুবতীকে জোর পূর্বক ধর্ষণের দায়ে টুটুল চন্দ্র দাস নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন একই আদাতের বিচারক। আদালত সুত্রে আরও জানা গেছে, ২০১৩ সালের ১৪ এপ্রিল সকালে সদর উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়নের শংকর চন্দ্র দাসের প্রতিবন্ধী মেয়েকে বাড়ীর পুকুর পাড়ে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে একই বাড়ীর বখাটে টুটুল। এ ঘটনায় ধর্ষিতা ওই যুবতীর বাবা একই দিন দুপুরে বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় টুটুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৩ সালে জুন মাসে টুটুলকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানী শেষে সাক্ষ্য প্রমানে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে এ রায় দেন।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

দেশের ৭ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি
দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি