ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন

দুই দলের কেন্দ্রীয় নেতারা প্রচারে মরিয়া ॥ ২০ দল কুমিল্লা যাচ্ছে আজ

প্রকাশিত: ০৫:২৫, ২২ মার্চ ২০১৭

দুই দলের কেন্দ্রীয় নেতারা প্রচারে মরিয়া ॥ ২০ দল কুমিল্লা যাচ্ছে আজ

মীর শাহ আলম, কুমিল্লা থেকে ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে উভয় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন। দলীয় প্রতীকের এ নির্বাচনকে উভয় দলের নেতারা মর্যাদার লড়াই হিসেবে গ্রহণ করে দিনরাতে নগরীর বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। এদিকে আজ বুধবার কুমিল্লা আসছেন ২০-দলীয় জোটের বেশ কয়েকজন নেতা। তারা কুসিক নির্বাচনে বিএনপি মনোনীত ও জোট সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে বুধ ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে প্রচারণায় অংশগ্রহণ করবেন। মঙ্গলবার দুপুরে কুমিল্লা টাউনহলে মেয়রসহ সকল প্রার্থীর হলফনামা প্রকাশ করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ ॥ আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর তেলিকোনা, চকবাজার, চর্থা এলাকায় গণসংযোগ করেছেন। তার পক্ষে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামিম, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ নগরীর নুরপুর, হাউসিং এলাকায় গণসংযোগ করেছেন। বিকেলে সীমার পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মোল্লা মোঃ আবু কাউছার নগরীর কান্দিরপাড়, নজরুল এভিনিউ, বাদুরতলা, ঝাউতলা, বড়পুকুর পাড়, লইফুরা ও ধর্মপুর এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা, মতিউর রহমান মতি, তানভীর শাকিল জয়, কাজী শহিদুল্লাহ লিটন, আবদুল আলীম, শেখ সোহেল রানা টিপু, সালেহ মোহাম্মদ টুটুল, হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম আবুল। এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকসহ বেশ কিছু নেতৃবৃন্দ দলীয় প্রার্থীর পক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালিয়েছেন। বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ॥ বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু নগরীর, টমছমব্রিজ, আশ্রাফপুর, দক্ষিণ চর্থা, এলাকায় গণসংযোগ করেছেন। তার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, শওকত মাহমুদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ইমরান সালেহ প্রিন্স, শামছুজ্জামান দিদার, নগরীর ইপিজেড এলাকা, টমছমব্রিজ, শাকতলা রেইসকোর্স, কাঠেরপুল, ধানম-ি এলাকায় গণসংযোগ করেন। তারা বলেন, কুমিল্লার মানুষ বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুকে ভোটের বিপ্লব ঘটিয়ে বিজয়ী করতে প্রস্তুত হচ্ছে। ভোটের মাঠে কোন কারচুপি হলে কুমিল্লা থেকেই আন্দোলনের কর্মসূচী দেয়া দেয়া হবে। তারা আরও বলেন, আমরা কুমিল্লার মাঠে কাজ করতে এসে দেখতে পাচ্ছি মানুষ বিএনপিকে কতটা ভালবাসে। প্রার্থীদের হলফনামা প্রকাশ করেছে সুজন ॥ মঙ্গলবার দুপুরে কুমিল্লা টাউনহলের কনফারেন্স কক্ষে কুসিক নির্বাচনে ৪ মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরসহ ১৫৮ জন প্রার্থীর সম্পদ বিবরণীসহ হলফনামা প্রকাশ করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। এ সময় বক্তব্য রাখেন সুজন সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, জেলা সভাপতি অধ্যক্ষ মুমিনুল হক চৌধুরী, সহ-সভাপতি শাহ মোঃ আলমগীর খান, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম, মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ। এতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, মামলা সংক্রান্ত তথ্য, প্রার্থী ও নির্ভরশীলদের বাৎসরিক আয়সংক্রান্ত তথ্য, সম্পদের তথ্যসহ ৭ ধরনের তথ্যাদি তুলে ধরা হয়।
×