ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যে ইউনিয়নে ১৪ বছর নির্বাচন হয় না

প্রকাশিত: ০৪:৪০, ২১ মার্চ ২০১৭

যে ইউনিয়নে ১৪ বছর নির্বাচন হয় না

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘ ১৪ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত রয়েছে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নারী-পুরুষ। ভোটাধিকারের দাবিতে এবার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভোটাররা। সর্বশেষ গত ৯ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ তফসিলে অন্তর্ভুক্ত না হওয়ায় ভোটারদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ওই ইউনিয়নে নির্বাচন না হওয়ায় সাধারণ জনগণ উন্নয়ন ও কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত রয়েছে। পাশাপাশি চরমভাবে ব্যাহত হচ্ছে দাফতরিক কর্মকা-। খোঁজ নিয়ে জানা গেছে, উজিরপুর পৌরসভার কারণে দীর্ঘদিন সীমানা নির্ধারণের জটিলতার অবসান ঘটিয়ে সীমানা নির্ধারণ, ওয়ার্ড বিন্যাস ভোটার তালিকা হালনাগাদসহ সকল দাফতরিক কাজ সম্পন্ন হওয়া সত্ত্বেও নির্বাচন না হওয়ায় হতাশ হয়ে পড়েছে ভোটাররা। একই কারণে গুঠিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ ছিল কিন্তু অবশেষে ওই ইউনিয়নের নির্বাচনও পঞ্চম ধাপে সম্পন্ন হলেও বন্ধ রয়েছে শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। সূত্রমতে, সর্বশেষ ২০০৩ সালে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০০৯ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও ওই ইউনিয়নের তিন ওয়ার্ডের অংশ নিয়ে উজিরপুর পৌরসভা গঠিত হলে সীমানা নির্ধারণ জটিলতায় স্থগিত হয় নির্বাচন। সূত্রে আরও জানা গেছে, ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল ২০০৯ সালে ইস্তফা দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউপি সদস্য হানিফ হাওলাদার দায়িত্ব পালন করেন। ২ বছর ৩ মাস দায়িত্ব পালন করার পর হানিফ পদত্যাগ করে ইউপি সদস্য আবুল কালাম সরদারকে দায়িত্ব হস্তান্তর করলে সেই থেকে আজ পর্যন্ত আবুল কালাম দায়িত্ব পালন করে আসছেন। পৌরসভায় অন্তর্ভুক্ত ওয়ার্ড বাদ দিয়ে নতুন করে ওয়ার্ড বিন্যাস করার ফলে ৯ ইউপি সদস্যের মধ্যে চারজনকে দিয়ে দায়সাড়া ভাবে চলছে পরিষদের কার্যক্রম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জানান, ৫ ওয়ার্ডে ইউপি সদস্য পদ শূূন্য থাকায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহতসহ সরকারের দেয়া সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ। শিকারপুর বন্দরের ব্যবসায়ী ডাঃ গফুর উদ্দিন মনজু বলেন, ইউনিয়নে নির্বাচনে কোন আইনী বাধা না থাকা সত্ত্বেও অদৃশ্য কারণে নির্বাচন বন্ধ রয়েছে। ফলে তারা খুব শীঘ্রই নির্বাচনের দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরদার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোন বাধা নেই। এ মর্মে নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যায়ন করা হয়েছে। এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন জানান, শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনী ও অফিসিয়াল কোন বাধা নেই। বর্তমানে নির্বাচনে কোন নির্ধারিত ধাপ নেই। তাই যেকোন সময় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
×