ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দালালের খপ্পরে নিখোঁজ আলজিরিয়া প্রবাসী বরিশালের রাজিব

প্রকাশিত: ০৩:৪৬, ২০ মার্চ ২০১৭

দালালের খপ্পরে নিখোঁজ আলজিরিয়া প্রবাসী বরিশালের রাজিব

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এক প্রতারক দালালের খপ্পরে পড়ে আলজেরিয়ায় গিয়েছিলেন রাজিব হাওলাদার (২৯)। আলজেরিয়ায় যাওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজিব। রাজিব গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের দিনমজুর আব্দুর রব হাওলাদারের ছেলে। রবিবার সকালে রাজিবের বাবা, স্ত্রী লিমা বেগম ও চাচা জামাল হাওলাদার গৌরনদী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে জানান, দৈনিক মজুরির ভিত্তিতে রাজিব ঢাকায় স্যানিটারি মিস্ত্রির কাজ করত। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের দারুল ইসলাম নামের দালালের খপ্পরে পড়ে রাজিব। ওই দালাল তাকে স্যানিটারি মিস্ত্রি হিসেবে মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে আলজেরিয়া পাঠানোর প্রস্তাব দেয়। এজন্য তার কাছে তিন লাখ টাকা দাবি করে দালাল দারুল ইসলাম। রাজিব ধারদেনা করে দালালের হাতে তিন লাখ টাকা তুলে দেয়। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার পুরানা পল্টনের নিসুটি এন্টারপ্রাইজ নামের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাজিবকে আলজেরিয়া পাঠানো হয়। ওই এজেন্সি থেকে একসঙ্গে ৪৫ শ্রমিককে আলজেরিয়া পাঠানো হয়। রাজিবের স্ত্রী লিমা বেগম জানান, বিদেশে গিয়েই বিপাকে পড়ে রাজিবসহ সকল শ্রমিক। সেখানে কোম্পানির কাজ নেই, বেতনও নেই। এমনকি থাকা ও খাবারের ব্যবস্থাও নেই। এ কারণে এক মাস পর নিজেদের প্রচেষ্টায় পরিবারের পাঠানো টাকায় টিকেট কিনে দেশে ফেরত আসে ৩৭ শ্রমিক। সমস্যার কথা জানিয়ে পরিবারের কাছে একাধিকবার মোবাইল করে এবং দেশে আসার জন্য টিকেটের টাকা পাঠানোর অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেছিল রাজিব। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে টাকা পাঠানো সম্ভব হয়নি। সূত্রমতে, রাজিবকে দেশে ফেরত আনার জন্য তার বাবা ও চাচা দালাল দারুল ইসলাম ও রিক্রুটিং এজেন্সির কাছে অসংখ্যবার ধর্ণা দিয়েও ব্যর্থ হন। এরই মধ্যে গত দুই মাস যাবত রাজিবের সন্ধান মিলছে না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
×