ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী তৎপরতায় কুমিল্লার ভোটাররা উদ্বিগ্ন

প্রকাশিত: ০৪:০৩, ১৮ মার্চ ২০১৭

জঙ্গী তৎপরতায় কুমিল্লার  ভোটাররা উদ্বিগ্ন

স্টাফ রিপোর্টার ॥ পর পর কুমিল্লায় দুটি জঙ্গী তৎপরতার ঘটনায় কিছুটা উদ্বিগ্ন নগরের ভোটাররা। যদিও রিটার্নিং কর্মকর্তা বলছেন, সব ধরনের নাশকতা এড়াতে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আর নির্বাচনকে কাজে লাগিয়ে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না বলে জানিয়েছেন পুলিশ সুপার। গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনায় জঙ্গী তৎপরতার রেশ কাটতে না কাটতে ময়নামতি হাইওয়ে থানার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন। এমন ঘটনা শহরের বাইরে হলেও ভোটের পরিস্থিতিতে কিছুটা আতঙ্কে নগরবাসী। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর উপর পূর্ণ আস্থা রাখতে চান তারা। তারা বলেন, ‘এই জাতীয় কোন দুর্ঘটনা প্রত্যাশা করি না। আমাদের কোন নাগরিক কোনভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া আমাদের পুলিশ বাহিনী ও র‌্যাব এই বিষয়ে পদক্ষেপ নেবে।’ নির্বাচনকে ঘিরে সব ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা রুখতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, ‘ম্যাজিস্ট্রেট পুলিশসহ প্রচুর ফোর্স থাকবে। আমরা মনে করি এ কারণে কোন সমস্যা হবে না।’ নির্বাচনকে পুঁজি করে কোন গোষ্ঠী যেন অপতৎপরতা চালাতে না পারে, সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার। পুলিশ ও আনসারের পাশাপাশি মোতায়েন থাকবে ১৭ প্লাটুন র‌্যাব ও বিজিবি। দিন যত ঘনিয়ে আসছে কমে আসছে কুমিল্লা সিটি নির্বাচনের সময়। যদিও সম্প্রতি দু-একটি ঘটনায় শঙ্কিত এখানকার নাগরিক। তারপরেও তারা বলছে নির্বাচন কমিশনের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে ৩০ মার্চ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে এই নগরের পরবর্তী অভিভাবক।
×