ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে ‘স্টুডেন্স কেবিনেট বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৩৮, ১৬ মার্চ ২০১৭

রংপুরে ‘স্টুডেন্স কেবিনেট বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৫ মার্চ ॥ শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর পক্ষত্রে স্টুডেন্টস কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দেশের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট প্রতিষ্ঠা করা দরকার। বুধবার রংপুর টিচার্স ট্রেনিং কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) আয়োজিত ‘মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট’ শীর্ষক দিনব্যাপী বিভাগীয় কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। মাউশি’ রংপুরের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, চীফ ডিএল পি, ব্যানবেইস, এস এম মোর্শেদ বিপুল, রংপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুল আলম, মাউশি’ উপ-পরিচালক উমর ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিন মিঞা প্রমূখ। রংপুর বিভাগের আট জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সদস্যরা এ কর্মশালায় অংশ গ্রহন করে। দিনাজপুওে শিবির নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চিরিরবন্দর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মঙ্গলবার গভীর রাতে উপজেলার মোস্তফাপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
×