ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা শিপইয়ার্ডে নতুন জাহাজ উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩১, ১৬ মার্চ ২০১৭

খুলনা শিপইয়ার্ডে নতুন জাহাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিত ‘লার্জ প্যাট্রোল ক্রাফট (বানৌজা)’ এবং সাবমেরিন হ্যান্ডলিং টাগ বোটের (বানৌটা পশুর) লঞ্চিং অনুষ্ঠান বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান ও খুলনা শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, বিসিজিএম, এনডিসি, পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ বলেন, খুলনা শিপইয়ার্ড ক্রমান্বয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বানৌজা জাহাজ একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। দেশের সমুদ্র এলাকায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এ ধরনের যুদ্ধ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, মিজানুর রহমান মিজান ও সহকারী নৌ-প্রধান (এম) রিয়ার এডমিরাল এম শফিউল আজম (ই) এনইউপি, এনডিসি, পিএসসি। স্বাগত বক্তৃতা রাখেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কাজী কামরুল হাসান। জানানো হয়, বানৌজা যুদ্ধ জাহাজের দৈর্ঘ্য ৬৪.২০ মিটার ও প্রস্থ ৯.০০ মিটার। এর আকার আয়তন অপেক্ষাকৃত কিছুটা ছোট হলেও জাহাজটির সক্ষমতা অধুনাবিশ্বে ব্যবহৃত স্টেট অব দ্য আর্ট টেকনোলজি সংবলিত যুদ্ধ জাহাজের চেয়ে কোন অংশে কম নয়।
×