ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া পাকিস্তানের ভাষায় কথা বলছেন ॥ চুমকি

প্রকাশিত: ০৮:১৩, ১৫ মার্চ ২০১৭

খালেদা জিয়া পাকিস্তানের ভাষায় কথা বলছেন ॥ চুমকি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পাকিস্তান ইতিহাস বিকৃতি করে বলছে এদেশে কোন গণহত্যা হয়নি। পাকিস্তানের ভাষায় বেগম খালেদা জিয়াও বলছেন, এ দেশে আসলে ৩০ লাখ মানুষ শহীদ হয়নি। নতুন করে এ হিসেব করা উচিত। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে, তারা এ দেশকে ভালবাসতে পারে না। তিনি মঙ্গলবার গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের রেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খান, জেলা কৃষক লীগের সেক্রেটারি মোঃ মনির হোসেন, মোঃ লুৎফর রহমান সরকার প্রমুখ। একইদিন তিনি আতুরি উচ্চ বিদ্যালয়, কালনি ফাজিল মাদ্রাসা, বলধা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দিগদ্ধা বিদ্যালয়সহ ১৭টি প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও তিনি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত আতুরি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
×