ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোভান-নাদিয়ার ‘কালারস অব লাভ’

প্রকাশিত: ০৪:০১, ২ মার্চ ২০১৭

জোভান-নাদিয়ার ‘কালারস অব লাভ’

সংস্কৃতি ডেস্ক ॥ আরটিভিতে আজ রাত ৮-১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘কালারস অব লাভ’। গোলাম সারওয়ার অনিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোঃ মেহেদী হাসান জনি। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জোভান আহম্মেদ ও সালহা খানম নাদিয়া। আরও আছেন সিয়াম আহম্মেদ, শারলিন ফারজানা, নাজিরা আহম্মেদ, বাসার বাপ্পি, বিরহী মুক্তার, সুমন, শামীম প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে মামুন ও সায়নির সম্পর্কটা অনেক দিনের। মামুনের তুলনায় সায়নি অনেক সুন্দর। তাই মামুন সব সময় ভয়ে থাকে সায়নি যদি তার থেকে দেখতে সুন্দর কোন ছেলের সঙ্গে রিলেশনে জড়ায়ে যায় কিংবা থাকে ছেড়ে চলে যায়। তাই মামুন প্লান করে সায়নিকে কালো হওয়ার ক্রিম দিয়ে কালো করে ফেলবে যাতে কেউ সায়নিকে পছন্দ না করে কিন্তু কোন দোকানেই কালো হওয়ার ক্রিম নেই। সব দোকানদারের একটাই কথা সবাই ফর্সা হওয়ার ক্রিম ইউজ করে আপনি তো কালো, কালো হওয়ার ক্রিম দিয়ে কি করবেন? মামুন তখন বলে ফর্সা হওয়ার ক্রিম থাকলে কালো হওয়ার ক্রিম থাকবে না কেন? মামুন অনেক খোঁজাখুঁজির পর কোন কবিরাজ থেকে কালো হওয়ার ওষুধ আনে। কিন্তু সায়নি তা নিতে অস্বীকৃতি জানায়। মামুন তখন অন্য প্লান করে। সায়নিকে বলে তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে সায়নি তখন গিফট খুলে দেখে মামুন তার জন্য বোরকা এনেছে। এবাবেই নানা ঘটনার মধ্যে তাদের রিলেশন চলতে থাকে। ওদিকে অপু অপেক্ষা করছে ফারিয়ার। ফারিয়া চলে যাওয়ার পর অপু বুঝতে পারে যে ফারিয়া তাকে ভাল বাসতো। এখন অপু নিজেই তাকে মিস করছে ভালবেসে ফেলেছে। কিন্ত এখন আর ফারিয়া তার কাছে নেই। দু’বছরের স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে গেছে। তাকে ভেবেই মাঝে মাঝে চোখের জল ফেলে। একা একা কাঁদে। অপু অপেক্ষা করছে ফারিয়ার জন্য দু’বছরের অপেক্ষা। কিন্তু অপু জানে না ফারিয়া তার হয়েই ফিরবে কিনা। তারপরেও অপেক্ষা। একপর্যায়ে মামুন তাদের রিলেশন নিয়ে ফ্রাসটেডেড হয়ে যায়। সায়নি তখন মামুনকে বোঝায় সম্পর্ক আসলে মানুষের চেহারা কিংবা গায়ের রঙের কারণে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর আর প্রকৃত স্মার্ট হল তারাই যাদের মন পবিত্র, আমি তোমার চেহারা দেখে না, আমি তোমার মনকে দেখেছি আর তুমি সে দিক থেকে তুমি খুব স্মার্ট।
×