ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

কুমিল্লায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ ফেব্রুয়ারি ॥ লাকসামে ব্যবসায়ী জাকির হোসেনকে হত্যার দায়ে একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে কুমিল্লার আদালত। সোমবার এ আদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূর নাহার বেগম শিউলী। উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ৬ নবেম্বর রাতে লাকসাম উপজেলার পশ্চিমগাঁও গ্রামের জাকির হোসেন (২৫) বাজার হতে বাড়ি যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে দ-প্রাপ্ত আসামিরা। হাসপাতালে নেয়ার পথে জাকির হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ৮ জনের নামে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করা হয়। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার ৫ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ১ বছরের কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হচ্ছে- লাকসাম সদরের পশ্চিমগাঁও গ্রামের বাবুল সাহা (৫৫), বাবুল সাহার স্ত্রী গীতা রানী এবং ৩ ছেলে মিঠুন (২৩), টুটুল সাহা (২৬) ও শিমুল সাহা (১৯)।
×