স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ড্রেন থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক ‘একুশ’কে পেতে চান অনেক দম্পতি। এ ব্যাপারে আদালতের সিদ্ধান্ত না হওয়ায় শিশুটিকে এখনই কেউ পাচ্ছেন না। তবে সুস্থ না হওয়া পর্যন্ত একুশকে যথাযথ চিকিৎসা প্রদান করতে হাসপাতালকে নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশু বিষয়ক বিশেষ আদালতের জান্নাতুল ফেরদৌসের কাছে মোট ছয়টি আবেদন জমা পড়েছে। এ দম্পতিরা একুশের মা-বাবা হতে চায়। আদালত আবেদনগুলো গ্রহণ করে জানিয়েছে, শিশুটি সুস্থ হওয়ার পর সার্বিক দিক বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করা হবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে শিশুটির চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে আদালত।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকায় লাইফকেয়ার ডায়াগনস্টিক সংলগ্ন ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এলাকার কয়েক যুবক তখন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল। কান্না শুনে পুলিশকে অবহিত করার পর পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। নবজাতকটির নাম রাখা হয়েছে ‘একুশ’। চিকিৎসায় শিশুটি সুস্থ হয়ে উঠছে। সে এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নবজাতক একুশকে পেতে ছয় দম্পতির আবেদন
প্রকাশিত: ০৫:২২, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: