ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ভিল্লাভারায়েন

প্রকাশিত: ০৪:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ভিল্লাভারায়েন

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা দলে এখন নেই কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকারতেœ দিলশান, অজন্থা মেন্ডিস। অভিজ্ঞ ক্রিকেটারহীন হয়ে পড়েছে দলটি। সেই তুলনায় বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল। আর তাই শ্রীলঙ্কা সফরে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ দলের ফিটনেস ট্রেইনার মারিও ভিল্লাভারায়েন। শ্রীলঙ্কা সফরের উদ্দেশে শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। প্রথমদিনের ক্যাম্প শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের মাঠে গণমাধ্যমকে এমনটিই জানালেন ভিল্লাভারায়েন। শ্রীলঙ্কার সাবেক এ ঘরোয়া লীগের পেসার বলেছেন, ‘আমাদের এখন যে অভিজ্ঞতা আছে, তা আমাদের এগিয়ে রাখছে।’ সঙ্গে যোগ করেন, ‘এটা অনেক আকর্ষণীয় একটি সিরিজ হতে যাচ্ছে। ক্রিকেটাররা সবাই মুখিয়ে আছে খেলার জন্য। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, অসাধারণ একটি সিরিজ হতে যাচ্ছে। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ভাল সুযোগ রয়েছে।’ সম্প্রতি অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টি২০ সিরিজে হারিয়েছে শ্রীলঙ্কা। সিরিজে তাদের সমীহ করতেই হচ্ছে সাকিব-তামিমদের। এছাড়া টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণার দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানিয়েছিলেন, ‘একটা কথা মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কার মাটিতে কিন্তু শ্রীলঙ্কা খুবই ভয়ঙ্কর একটি দল। সেই অনুযায়ীই আমাদের সেরাটা দিতে হবে।’ সঙ্গে আশাবাদও ব্যক্ত করেছিলেন, ‘আমরা বড় তিনটি দলের বিপক্ষে টেস্ট খেলেছি (ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত)। সেই জায়গা থেকে আমরা অনেকখানি এগিয়ে আছি। এই ম্যাচগুলো থেকে পাওয়া শিক্ষাগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে আত্মবিশ্বাসী যে এই সিরিজে বাংলাদেশ অবশ্যই ভাল কিছু করবে।’ দলের ম্যানেজার সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও যেমন বলেছিলেন, ‘মুশফিকরা গত দুই সিরিজে ভাল খেলেছে, যদিও রেজাল্ট বলবে আমরা হেরেছি। কিন্তু আমাদের খেলোয়াড়রা ভাল করেছে। শ্রীলঙ্কা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং সফর হবে।’ এই চ্যালেঞ্জ নিতে ক্রিকেটাররা প্রস্তুত হওয়া শুরু করে দিয়েছেন। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রথমদিনের অনুশীলনে নিজেদের ফিটনেস ঝালাই করে নিয়েছেন ক্রিকেটাররা। ফিট থাকার লড়াইয়ে স্কোয়াডে থাকা সবার অবস্থাই ভাল বলে জানিয়েছেন দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। উইকেটের পেছনের প্রস্তুতি সেরেছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। মুস্তাফিজকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন ট্রেইনার। প্রথমদিনের অনুশীলনে মেহেদি হাসান মিরাজ একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছেন। ১০ দিনের ছুটির পর ফিটনেস যাচাই করে নিয়েছেন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। মাশরাফিও ছিলেন। এখনও তার হাতের ব্যথা রয়েছে। তা থেকে এখন মুক্তির অপেক্ষায় আছেন মাশরাফি। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ তো পাকিস্তান সুপার লীগ (পিএসএল) খেলছেন। তাই প্রস্তুতি ক্যাম্পে যোগ দেননি। মুস্তাফিজকে দলে রাখা হলেও চিন্তা যেন দূর হচ্ছে না। ফিটনেস ট্রেইনার সেই ভাবনা দূর করে দিলেন। বললেন, ‘সে তো ম্যাচ খেলেছেই (বিসিএল)। এখন আর বাধা নেই। বাধা থাকলে তাকে দলে নেয়া হত না। যেমনটা দেখছি মুস্তাফিজ পুরোদমেই ফিরবে।’ পেস আক্রমণে মুস্তাফিজ, তাসকিন; স্পিনে সাকিব, মিরাজ; ব্যাটিংয়ে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, মুমিনুলরা। দল অনেক শক্তিশালী হয়েই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে। ভিল্লাভারায়েন তাই আশাও দেখছেন, ‘এই শ্রীলঙ্কা অনেক তরুণদের নিয়ে গড়া। বাংলাদেশও তাই। বাংলাদেশে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ আছে। ওদের সাথে টক্করটা এবার বেশ ভাল হবে।’ গতবছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ। সেই থেকে ম্যাচের মধ্যেই আছেন ক্রিকেটাররা। বিশেষভাবে ফিটনেস ট্রেইনিং করার কোন সুযোগই পাচ্ছেন না। শ্রীলঙ্কা সফরের মাঝেও তাই ফিটনেস ট্রেইনিং চালিয়ে যেতে চান ভিল্লাভারায়েন। বলেছেন, ‘ক্রিকেটারদের ফিটনেস এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটা নিয়েই কাজ করেছি আলাদাভাবে। এতে করে আমি শ্রীলঙ্কা সফরে ক্রিকেটারদের নিয়ে আলাদা করে কাজ করতে পারব। ফিটনেস ক্যাম্প করার মতো সময় আমাদের নেই। সে কারণেই আমি যেটা করতে চাই তা হলো, সফরের মধ্যেই তাদের নিয়ে কাজ করব।’ সঙ্গে যোগ করেন, ‘ক্রিকেটাররা অনেক ম্যাচ খেলেছে। আফগানিস্তানের পর ইংল্যান্ড সেখান থেকে সোজা বিপিএল। তারপর নিউজিল্যান্ড ও ভারত। ব্যাটিং-বোলিংয়ের কথা যদি বলতে হয়, তারা অনেক সময় পেয়েছে। তাদের ছুটির প্রয়োজন ছিল। তারা সেটা পেয়েছে। এখন ফিটনেস নিয়ে কাজ করতে থাকব। এখানে করছি, শ্রীলঙ্কা সফরে গিয়েও করব।’ বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে ২৭ ফেব্রুয়ারি। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ ম্যাচের সিরিজ খেলবে। শুরুতে টেস্ট সিরিজ আছে। তাই টেস্টের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ৭ মার্চ গলে প্রথম টেস্ট দিয়ে পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে। এরপর ১৫ মার্চ কলম্বোয় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে ডাম্বুলায় ২৫ মার্চ প্রথম ওয়ানডে খেলা দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ডাম্বুলাতেই ২৮ মার্চ দ্বিতীয় ও ১ এপ্রিল কলম্বোয় তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৪ ও ৬ এপ্রিল কলম্বোয় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ভিল্লাভারায়েন।
×