ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:১১, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য আন্দোলন করছি। আশা করি, সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যবস্থা করবে। তিনি বলেন, দেশের মানুষের সকল অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমাদের প্রতিজ্ঞা একুশের চেতনায় যে গণতন্ত্র হারিয়ে গেছে, তাকে পুনরুদ্ধারে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করে নীলক্ষেতের বলাকা সিনেমা হলের সামনে এসে জড়ো হন। সকাল ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সহস্রাধিক নেতাকর্মী প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দলের নেতা আশরাফউদ্দিন উজ্জ্বল, তাইফুল ইসলাম টিপু, অধ্যাপক ড. মামুন আহমেদ, বজলুল বাসিত আনজু প্রমুখ। আজ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট : বুধবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হবে।
×