ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট ॥ চট্টগ্রামে ৩ কর্মচারীকে বদলি

প্রকাশিত: ০৫:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

প্রতিমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট ॥ চট্টগ্রামে ৩ কর্মচারীকে বদলি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের সারপ্রাইজ ভিজিটে তটস্থ অবস্থা চট্টগ্রামের ভূমি অফিসগুলোতে। তিনি আচমকা ঢুকে পড়ছেন কোন না কোন অফিসে। অনিয়ম পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিচ্ছেন। শুনছেন সেবাগ্রহীতাদের অভিযোগ। রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় গিয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ফাইল তলব করেন। তিন কর্মচারীকে বদলির নির্দেশও প্রদান করেন। ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকালে মনসুর আলী নামের এক সেবাগ্রহীতা তার নানাভাবে হয়রানি হওয়ার বিষয়টি তুলে ধরেন। পেশায় তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মন্ত্রীকে জানান, এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিতে টাকা দিতে হয়। টাকা ছাড়া এখানে ফাইন নড়াছড়া করে না। ৫ থেকে ৭ হাজার টাকা ইতোমধ্যে দিয়েছি। কিন্তু কোন কাজ হয়নি। এই ফাইল আটকে থাকার জন্য তিনি তিন কর্মচারীকে অভিযুক্ত করেন। এ সময় প্রতিমন্ত্রী ফাইল তলব করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বদলির আদেশ দেন ৩ জনকে। তারা হলেন অধিগ্রহণ শাখার কর্মচারী আহমদ করিম, নজরুল ইসলাম ও মোঃ হানিফ। মন্ত্রীর আদেশের সঙ্গে সঙ্গেই এ তিনজনকে স্ট্যান্ডরিলিজ দেয়া হয়।
×