ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় দীপু হাজরার মিউজিক ভিডিও

প্রকাশিত: ০৬:১২, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

মালয়েশিয়ায়  দীপু হাজরার মিউজিক ভিডিও

সংস্কৃতি ডেস্ক ॥ একজন জনপ্রিয় নাট্যনির্মাতা হিসেবে অসংখ্য নাটক উপহার দিয়েছে দীপু হাজরা। এর বাইরে গত বছর ‘শোন শোন বাংলাদেশ শোন’ শিরোনামে একটি দেশাত্মবোধক গানের ভিডিওচিত্র নির্মাণ করে প্রশংসিত হোন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘রংধনু’ শিরোনামে একটি রোমান্টিক গানের ভিডিও নির্মাণ করলেন তিনি। মালয়েশিয়ার পুত্রাজায়া, গেস্তিং হাইল্যান্ড, কেএলসিসি ও কুয়ালালামúুরের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওচিত্রের শূটিং হয়েছে। এ জন্য বেশ বড় একটি ইউনিট নিয়ে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। নাহিদ সোমার কথা, সুর ও কণ্ঠে গানটির সঙ্গীত আয়োজন করেছেন ফরিদ আহমেদ, চিত্রগ্রহণে মোস্তাক জাহিদ। গানটি প্রসঙ্গে শিল্পী নাহিদ সোমা বলেন- ‘রংধনু’ শিরোনামের গানটি আমার প্রথম গান। তাই অনুভূতিটা অন্যরকম। আমার জীবনে এটি একটি নতুন অধ্যায়, নতুন যাত্রা। নতুন মাত্রাও বটে। গানটির সুর কথা এবং ভিডিও সবকিছু মিলিয়ে আশা করছি দর্শকশ্রোতাদের ভাল লাগবে। দীপু হাজরা বলেন, আমি গান নির্মাণ করতে চাই না, কারণ একটি গান নির্মাণ করতে যে পরিমাণ আয়োজন করতে হয় তা আমরা করতে পারি না। তবে এই গানটির ভিডিও ভাবনায় একটি ভাল গল্প রয়েছে। তার প্রয়োজনেই মূলত গানটির শূটিং করতে মালয়েশিয়ায় আসা। আশা করি দর্শকদের ভাল লাগবে। তিনি আরও জানান আগামী বৈশাখে গানটি টেলিভিশন ও অনলাইন এ প্রচারের সম্ভাবনা রয়েছে।
×