ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডিএমপির প্রতিষ্ঠা দিবসে আজ নাগরিক সংবর্ধনা

প্রকাশিত: ০৯:০৯, ২ ফেব্রুয়ারি ২০১৭

ডিএমপির প্রতিষ্ঠা দিবসে আজ নাগরিক সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ॥ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক দমনের সাফল্যকে সামনে রেখে ৪২তম প্রতিষ্ঠা দিবস পালন করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই ৪২ বছরে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে থানা ও পুলিশের সংখ্যা। তারপরও এই মেগাসিটি রূপে পরিচিত ঢাকা নগরীর দুঃসহ যানজট থেকে পরিত্রাণ দিতে পারেনি বাংলাদেশ পুলিশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)। বৃহস্পতিবার সাফল্য ব্যর্থতার সকল হিসাব-নিকাশ নিয়েই ডিএমপি নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে রাজারবাগ পুলিশ লাইন্সে। ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ॥ বৃহস্পতিবার ডিএমপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ ও মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক।
×