ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে আপীল নূর হোসেনের

প্রকাশিত: ০৫:৫৬, ৩১ জানুয়ারি ২০১৭

সাত খুন মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে আপীল নূর হোসেনের

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের চাঞ্চল্যকর শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের করা আপীল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে। অন্যদিকে আলোচিত সাত খুনের মামলায় ফাঁসির দ- থেকে খালাস চেয়ে আপীল করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নূর হোসেনের পক্ষে তার আইনজীবী এই আপীল দায়ের করেন। প্রথম দিনের মতো চাঞ্চল্যকর শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের করা আপীল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। মঙ্গলবার এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ২০১৬ সালের ১০ নবেম্বর রাজন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নূর হোসেনের আপীল ॥ আলোচিত সাত খুনের মামলায় ফাঁসির দ- থেকে খালাস চেয়ে আপীল করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নূর হোসেনের পক্ষে তার আইনজীবী এস আর এম লুৎফর রহমান এই আপীল দায়ের করেন।
×