ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনরিক পেনা বৈঠক বাতিল করলেন ট্রাম্পের সাথে

প্রকাশিত: ২০:১৩, ২৭ জানুয়ারি ২০১৭

এনরিক পেনা বৈঠক বাতিল করলেন ট্রাম্পের সাথে

অনলাইন ডেস্ক॥ মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শুরু করতে নির্বাহী আদেশ জারি করেন। একইসঙ্গে তিনি জানান, মেক্সিকোকেই এই দেয়াল নির্মাণের ব্যয় নির্বাহ করতে হবে। এদিকে মেক্সিকো সরকার সাফ জানিয়ে দিয়েছে, তারা এর ব্যয় নির্বাহ করতে পারবে না। বুধবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট এনরিক পেনা বলেছেন, মেক্সিকো কোনো দেয়ালে বিশ্বাস করে না। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, মেক্সিকো কোনো দেয়ালের জন্য কোনো অর্থ ব্যয় করবে না। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, মেক্সিকো দেয়াল বানানোর খরচ দিতে না চাইলে ওয়াশিংটনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা উচিত। এরপরই রাতে টুইটার বার্তায় বৈঠক বাতিলের ঘোষণা দেন এনরিক পেনা। বৃহস্পতিবার রাতে টুইটার বার্তায় এনরিক পেনা বলেছেন, আজ সকালে আমরা হোয়াইট হাউজকে জানিয়ে দিয়েছি আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছি না। উভয় দেশের জন্য কল্যাণকর এমন বিষয়ে ঐক্যমতে পৌঁছতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ইচ্ছা পুর্নব্যক্ত করছে মেক্সিকো।
×