ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলসাগরে যোগ হলো ১৮ নতুন বগি

প্রকাশিত: ০৮:১০, ২৫ জানুয়ারি ২০১৭

নীলসাগরে যোগ হলো ১৮ নতুন বগি

স্টাফ রিপোর্টার ॥ নতুন বগি, নতুন ইঞ্জিন নিয়ে ঢাকা থেকে উত্তরের চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেল নীলসাগর এক্সপ্রেস। মঙ্গলবার সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গবাসীর জন্য এই ট্রেনের নবযাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। বারোটি বগিতে মোট ৮৫২টি আসন রয়েছে নতুন এই সংযোজনে। অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, তাঁর হাতে দায়িত্ব আসার পর ২৭০টি কোচ যুক্ত হয়েছে বিভিন্ন গন্তব্যে। সরকার রেলের আধুনিকায়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে হাত দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি আমলে রেল যোগাযোগ প্রায় বন্ধ হতে চলেছিল। আমরা দায়িত্ব নেয়ার পর এখন ৪৪টি প্রকল্প চলমান। রেলের লেভেল ক্রসিংগুলো সংস্কারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রায় ছয় শ’ লেভেল ক্রসিং চিহ্নিত করা হয়েছে। এসব লেভেল ক্রসিংয়ে ১৮শ’ লোক নিয়োগ দিয়ে রেলকে আরও নিরাপদ করা হবে।
×