ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে মাইকিং ॥ প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশিত: ০৬:১৪, ২১ জানুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধা যাচাই  বাছাইয়ে মাইকিং ॥ প্রশংসনীয় উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২০ জানুয়ারি ॥ সারাদেশের মতো বগুড়ার আদমদীঘি উপজেলাতেও শনিবার শুরু হচ্ছে সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম। এই প্রথম এই কার্যক্রম শুরুর পূর্বে স্থানীয় ভাবে মাইকিং করা হয়েছে সান্তাহারসহ পুরো আদমদীঘি উপজেলায়। এতে সাধারণ মানুষ যারপরনাই খুশি হয়েছেন। তারা বলেছেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কারণ হিসাবে তারা বলেন, ইতোপূর্বে যতবার তালিকা হয়েছে ততবারই বিতর্ক হয়েছে। অমুক তো মুক্তিযোদ্ধা না, তাহলে কীভাবে তালিকায় নাম তুলল। আবার অমুক তো প্রকৃত মুক্তিযোদ্ধা, তাহলে তিনি কেন তালিকাভুক্ত হতে পারল নাÑএরকম নানা প্রশ্ন লেগেই থাকত সাধারণ মানুষের মনে। কিন্তু এবার আর সে সুযোগ থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তারা আরও বলছেন যদি কারও জানা থাকে যে, কেউ মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছে আবার কেউ মুক্তিযোদ্ধা হয়েও তালিকাভুক্ত হয়নি, সে সম্পর্কে যাচাই-বাছাই কমিটিকে তথ্য দিয়ে নির্ভুল তালিকা করতে সহায়তা করতে পারেন। আদমদীঘি উপজেলায় ৩ তিন দিন চলবে এই কার্যক্রম। ২১ জানুয়ারি শনিবার উপজেলার নসরতপুর, কুন্দুগ্রাম ও চাঁপাপুর ইউনিয়ন, ২২ জানুয়ারি রবিবার ছাতিয়ানগ্রাম ও আদমদীঘি সদর ইউনিয়ন এবং ২৩ জানুয়ারি সোমবার সান্তাহার পৌর সভা ও সান্তাহার ইউনিয়ন।
×