ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

বিশেষ আয়োজন

প্রকাশিত: ০৪:২১, ১৮ জানুয়ারি ২০১৭

বিশেষ আয়োজন

কেবল একাডেমিক প্রয়োজনে নয় ইংরেজি ভাষা চর্চায় Idioms and Phrases এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। Idioms and phrases কে বলা হয় ইংরেজী ভাষার অলঙ্কার। এর সঠিক ব্যবহার বাক্যকে কেবল সংক্ষিপ্ত করে না ভাষাকে করে গতিশীল। তাই ইংরেজী ভাষা চর্চায় এর যথাযথ ব্যবহারে আমাদের বিশেষ আয়োজন বলা অর্থসহ Phrase and idioms: 1) Adjourn sine die (পরবর্তী তারিখ ঠিক না করে স্থগিত) The chairman adjourneel the meeting sine die. 2) Ahead of one’s time (অগ্রগামী) His idea were well ahead of his time. 3) Afford to - (সমর্থ হওয়া) I can not afford to my son’s English medium expenses. 4) Look after (দেখা শোনা করা) I can not look after your studies. 5) All agog (আনন্দ উত্তেজনাপূর্ণ) We were all agog at the victory of our cricket team. 6) All in all (সর্বে সর্বা) He is all in all in the office. 7) All out (সর্বশক্তি প্রয়োগ) He went all out. 8) Once for all (চির তরে) He has left the village once for all. 9) All of a sudden (অপ্রত্যাশিত) All of a sudden he came home.
×