ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে মুখ খুললেন ধোনি

প্রকাশিত: ০৪:১৩, ১৪ জানুয়ারি ২০১৭

অবশেষে মুখ খুললেন ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ একদিন পর ইংল্যান্ডের সঙ্গে সিরিজ, তবু ভারতজুড়ে একটাই আলোচনা, আচমকাই কেন নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি? বিতর্ক উস্কে দেয় স্থানীয় মিডিয়ার খবর, বোর্ডের (বিসিসিআই) চাপে নাকি এমনটা করতে বাধ্য হয়েছেন তিনি। নতুন অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ‘ক্যাপ্টেন কুল’কে প্রশংসায় ভাসিয়েছেন, বলেছেন ধোনি তার আজীবনের-অধিনায়ক। তবু সবার মনের মধ্যে প্রশ্নটা ছিলই। ঘটনার কয়েকদিন পর মুখ খুললেন ধোনি। বক্তব্যের বেশিরভাগজুড়ে থাকল, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত আর কোহলির সম্ভাবনা প্রসঙ্গ ...। তবে স্বভাবসুলভ স্টাইলে এটাও জানিয়ে দিলেন, ভিন্ন ফরমেটের জন্য ভিন্ন অধিনায়কের ধারণাটা তার কখনই মনে ধরেনি, ‘দুই ফরমেটে (টেস্ট-ওয়ানডে) দুই অধিনায়ক তত্ত্ব কোনদিনই মন থেকে মেনে নিতে পারিনি। টেস্ট থেকে অবসরের পরই তাই সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। মনে হয়েছে, ওয়ানডে-টি২০’র দায়িত্ব ছাড়ার এটাই সময়।’ মুম্বাইয়ে প্রস্তুতি ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেন ধোনি। প্রথম প্রস্তুতি ম্যাচে ৩০৪ রান করেও ইংল্যান্ড একাদশের কাছে ৩ উইকেটে হারতে হয়েছিল ভারত ‘এ’ দলকে। ‘অধিনায়ক’ হিসেবে দেশের জার্সিতে সেটিই ছিল তার শেষ ম্যাচ। ৪০ বলে অপরাজিত ৬৮ রানের পথে অবশ্য ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। রবিবার পুনেতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের সিরিজ, এরপর রয়েছে সমান ম্যাচের টি২০। যেখানে কোহলির নেতৃত্বে খেলবেন ধোনি। টেস্টের পর রঙিন পোশাকের দায়িত্বে পুরোপুরি কোহলি যুগে প্রবেশ করবে ভারতীয় ক্রিকেট। ধোনি বলেন, ‘কোহলি নেতৃত্বের চ্যালেঞ্জ নেয়ার যোগ্য। ও টেস্টে ইতোমধ্যে নিজের ক্ষমতা দেখিয়েছে।’ অধিনায়কত্ব ছাড়লেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় (ওয়ানডে-টি২০) নেয়ার কথা ভাবছেন না তিনি। ভারতকে দু’দুটি বিশ্বকাপ জেতানো সেনাপতি বলেন, ‘পরবর্তী বিশ্বকাপ খেলতে চাই, আর কোহলিকে সাহায্য করার জন্য সবসময়ই প্রস্তুত। আমার এতদিনের অভিজ্ঞতার পুরোটাই ওকে উজাড় করে দেব। আমি এখনও মাঠের ক্রিকেটটা দারুণ উপভোগ করি।’ গত ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া সফরের মধ্য পথে অনেকটা হুট করেই টেস্ট থেকে অবসর নেন ধোনি। তবে ওয়ানডে-টি২০তে অধিনায়ক হিসেবে ছিলেন বহাল তবিয়তে। কিন্তু ঘরের মাটিতে ইংল্যান্ড সিরিজ মাঠে গড়ানোর কয়েকদিন আগে বাইরে থেকে রঙিন পোশাকের দায়িত্ব ছেড়ে আলোচনার জন্ম দেন। ধোনি আরও জানিয়েছেন, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজাদের নিয়ে গড়া তরুণ এই দলটার সামর্থ্য আছে ভাল কিছু করার। কাকতালীয়, ধোনি নেতৃত্ব ছাড়ার সিরিজেই দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন যুবরাজ সিং। বাতাসে গুঞ্জন, এই ধোনির জন্যই এতদিন যিনি সুযোগ পাননি। প্রস্তুতি ম্যাচে ৪৮ বলে ৫৬ রান করেছেন যুবরাজও। এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘যুবির সঙ্গে সফরটা (ক্যারিয়ার) দারুণ ছিল। খুব ভাল কেটেছে। ওর মতো একজন সঙ্গে থাকলে কাজটা সহজ হয়ে যায়। ১০টা বছর খুব উপভোগ করেছি। আশা করছি সামনের দিনগুলো আরও ভাল কাটবে।’ টি২০ বিশ্বকাপে এক ওভারে যুবরাজের ছয় ছক্কার সেই রেকর্ডের কথাও স্মরণ করেন ধোনি। তার হাত ধরে ২০০৭-এর সেই টি২০ বিশ্বকাপের প্রথম আসরেই বাজিমাত করে ভারত। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করে। মাঝে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিয়ের শীর্ষে জায়গা করে নেয়। তবু নেতৃত্ব ছাড়ার সময় এত আলোচনা, এত বিতর্ক। ক্রিকেট সফলদের জায়গা, তারুণ্যের গান গায়। ২৮ বছরের কোহলি টেস্টের নেৃত্বতে দুর্দান্ত করছেন, ব্যাট হাতেও অবিশ্বাস্য। তিন ফরমেটে ভারতীয় ক্রিকেটের ভার এখন তারই কাঁধে। তবে ক্রেজি কোহলি ধোনিকে যে জায়গায় বসিয়েছেন, যে মন্তব্য করেছেন, বিতর্ক থামিয়ে দিতে সেটিই যথেষ্ট, ‘মাহিভাই (ধোনি) চিরকালই আমার অধিনায়ক থাকবে।’
×