ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

শিক্ষা কর্মকর্তা ও দুই শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ০৩:৫০, ৯ জানুয়ারি ২০১৭

শিক্ষা কর্মকর্তা ও দুই শিশুসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দামুড়হুদায় আদিবাসী, সীতাকু-ে কারখানার দারোয়ান, আমতলী ও রূপগঞ্জে দুই শিশু এবং ভালুকায় পিকআপচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : রাজশাহী ॥ তানোরে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদা একরাম (৩৭) নিহত হয়েছেন। রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার মু-ুমালা সড়কের দেবীপুর মোড়ে রহমান হিমাগারের সামনে এ ঘটনা ঘটে। তিনি বিদ্যালয় পরিদর্শন শেষে চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে উপজেলা সদরে ফিরছিলেন। তবে দেবীপুর মোড়ে মু-ুমালাগামী বেপারোয়া ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পথে পড়েন সহকারী শিক্ষা অফিসার মাকসুদা একরাম। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন শিক্ষক আক্কাস আলী। নিহত মাকসুদা একরামের লাশ রামেক মর্গে নেয়া হয়। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তানোর থানার ওসি মীর্জা আব্দুস সালাম জানান, দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে গেছে। দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা মহাসড়কের জামতলীতে কাঠবোঝাই ট্রাক্টরের সঙ্গে খোয়া ভাঙ্গা মেশিনের মুখোমুখি সংঘর্ষে খোয়া ভাঙ্গা মেশিনের চালক রিপন (২৮) নিহত হয়েছে। এ সময় রাম প্রসাদ ও আবু সাঈদ আহত হয়। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী এলাকার গৌরাঙ্গের ছেলে। সীতাকু- (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় মাহাবুবুর রহমান (৩৫) নামে এক কারখানার দারোয়ান নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার জোড়ামতল এলাকায় কেএসআরএম কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দারোয়ান চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার বাউরিয়া গ্রামের ফখরুদ্দিনের পুত্র এবং কেএসআরএম কারখানার দারোয়ান। জানা যায়, উপজেলার জোড়ামতল এলকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কেএসআরএম কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান উল্টা পথে আসা মাহাবুবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমতলী (বরগুনা) ॥ পূর্বচিলা গ্রামের এলিন মৃধার শিশু পুত্র ইমন (৭) শনিবার সন্ধ্যায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। জানা গেছে, পূর্বচিলা গ্রামের এলিন মৃধা বাড়ি নির্মাণের জন্য শনিবার সন্ধ্যায় ইট কিনে ট্রলিতে করে বাড়ি নিয়ে আসছিল। ইট ফেলে ট্রলি ঘোরানের সময় শিশু ইমন ওই গাড়িতে ওঠার চেষ্টা করে। এ সময় গাড়িতে উঠতে না পেরে পেছনের চাকায় পিষ্ট হয়। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রবিবার সকালে হাজীর বাজারে সড়ক দুর্ঘটনায় পিকআপের ড্রাইভার নিহত ও ওই গাড়ির আরোহী অপর তিন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, ঘটনার সময় উল্লিখিত স্থানে ঢাকাগামী পিকআপকে (ঢাকা মেট্রো-ন-১৮-৯৭০০) বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই পিকআপের চালক খুলনার ডুমুরিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল মিয়ার ছেলে রানা মিয়া (৩৫) নিহত হন। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী ইটবাহী ট্রাকের ধাক্কায় জুবায়ের হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাড়াগাঁও এলাকার ভুলতা-মুড়াপাড়া সড়কে ঘটে এ ঘটনা। নিহত জুবায়ের হোসেন পাড়াগাঁও এলাকার সবুজ মিয়ার ছেলে।
×