ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউজিসির সঙ্গে ৮ ভার্সিটির চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৫:৫১, ৩১ ডিসেম্বর ২০১৬

ইউজিসির সঙ্গে ৮ ভার্সিটির চুক্তি স্বাক্ষর

দেশের ৮টি বিশ্ববিদ্যালয় (সরকারী ৭ ও বেসরকারী ১টি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে স্ব-স্ব প্রতিষ্ঠানে ফ্যাব ল্যাব (ফেব্রিকেশন ল্যাবরেটরি) প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার ইউজিসি অডিটরিয়ামে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি এবং ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। ইউজিসি সচিব ড. খালেদ ইউজিসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়সমূহ হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইনডিপেনডেন্ট ভার্সিটি বাংলাদেশ। প্রফেসর ড. কামাল উদ্দিন, উপাচার্য, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. ওমর রহমান, উপাচার্য, ইনডিপেনডেন্ট ভার্সিটি বাংলাদেশ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালক ও সাব-প্রজেক্ট ম্যানেজারবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×