ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলা কমিটি গঠন

রাজশাহীতে বিএনপির পদবঞ্চিতরা হামলা চালিয়েছে কেন্দ্রীয় নেতার অফিসে

প্রকাশিত: ০৮:১৭, ৩০ ডিসেম্বর ২০১৬

 রাজশাহীতে বিএনপির পদবঞ্চিতরা হামলা চালিয়েছে কেন্দ্রীয় নেতার অফিসে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগর ও জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত একটি পক্ষ ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছে। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগে এসব নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের গণকপাড়ার ব্যবসায়িক অফিসে ব্যাপক ভাংচুর চালায়। বৃহস্পতিবার দুপুরে এ ভাংচুরের ঘটনা ঘটে। ভাংচুরে অংশ নেয় ২০ থেকে ২৫ নেতাকর্মী। এর আগে নতুন কমিটি নিয়ে বুধবার রাতে মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা করে তালা লাগিয়ে দেয়। এর কয়েক ঘণ্টা পর কেন্দ্রীয় বিএনপি নেতা শাহীন শওকতের ব্যবসায়িক চেম্বারে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় বিক্ষুব্ধ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২০/২৫ নেতাকর্মী নতুন কমিটি মানি না, সুবিধাবাদীদের বাদ দাও ইত্যাদি স্লোগান দিয়ে বিএনপি নেতা শাহীন শওকতের গণকপাড়ার ব্যবসায়িক চেম্বারের সামনে যায় এবং ভেতরে ঢুকে আসবাসপত্র ভাংচুর করে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে পায়নি।
×