স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ৬৮। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার।
তিনি বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৩২ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮৯২ জন। এর মধ্যে ছেলে ১ লাখ ১১ হাজার ৮০৬ জন। তাদের পাশের হার ৯৭ দশমিক ৪৩। আর মেয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৬ জন। তাদের পাশের হার ৯৭ দশমিক ৯২।
তিনি আরও বলেন, এবার গত দুই বছরের চেয়ে বেড়েছে পাশের হার। গত বছর ছিল ৯৭ দশমিক ৪৭। এর আগের বছর ২০১৪ সালে ছিল ৯৫ দশমিক ৩২।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব ড. আনোয়ারুল হক প্রামানিক, বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায়, সিনিয়র সিস্টেম এ্যানালাইস্ট প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষ) বাদশা হোসেন প্রমূখ।