ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছোট ফরমেটে স্পিনার সঙ্কটে ভারত

প্রকাশিত: ০৬:২০, ২৯ ডিসেম্বর ২০১৬

ছোট ফরমেটে স্পিনার সঙ্কটে  ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় দলে স্পিনার সঙ্কটের কথা সহসা শোনা যায় না। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে আসন্ন ওয়ানডে ও টি২০ সিরিজে স্বাগতিকরা ব্যতিক্রম সেই সমস্যাতেই পড়তে যাচ্ছে। যেখানে টানা ক্রিকেটের মধ্যে থাকা তুখোড় রবিচন্দ্রন আশ্বিনকে বিশ্রাম দেয়া হচ্ছে। ইনজুরিতে তরুণ স্পিনার অক্ষর প্যাটেল ও জয়ন্ত যাদব। ১৫ জানুয়ারি পুনেতে প্রথম ওয়ানডে দিয়ে শুরু ছোট্ট ফরমেটের এই লড়াই। বৃদ্ধাঙ্গুলির চোটের কারণে খেলতে পারছেন না অক্ষর। চেন্নাইয়ে পঞ্চম ও শেষ টেস্টে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে ইনজুরিতে পড়েন তিনি। লিগমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গুজরাটের হয়ে রঞ্জি ট্রফির ফাইনালেও খেলতে পারেননি। এ পর্যন্ত ভারতের জার্সিতে ৩০ ওয়ানডে ও ৭টি খেলা তরুণ অক্ষর দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন। অক্ষর ছাড়া টেস্ট সিরিজে অভিষেকেই আলো ছড়ানো জয়ন্তকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণ বাইরে রাখা হয়েছে। যে কারণে তিনি শেষ টেস্টেও খেলতে পারেননি। এই অবস্থায় লেগস্পিনার অমিত মিশ্র এবং স্পিনিং-অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার ওপর নির্ভর করতে হবে। তিন ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি২০তে ভারতকে নেতৃত্ব দেবেন যথারীতি মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলির নেতৃত্বে এর আগে ঘরের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে ইংলিশদের ৪-০তে হারায় ভারত।
×