ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০১৮ সাল থেকে চীনে কার্বন ট্যাক্স

প্রকাশিত: ০৫:৫৪, ২৯ ডিসেম্বর ২০১৬

২০১৮ সাল থেকে চীনে কার্বন ট্যাক্স

২০১৮ সালে বিভিন্ন শিল্পকারখানায় কার্বন নিঃসরণের ওপর শুল্ক আরোপ করবে চীন সরকার। পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে এ নীতি। নীতি অনুযায়ী, প্রতি ইউনিটে বায়ু দূষণের জন্য ১ দশমিক ২ ইউয়ান করে শুল্ক পরিশোধ করতে হবে শিল্প কারখানাগুলোর। একইভাবে পানি দূষণে ১ দশমিক ৪, কয়লাভিত্তিক দূষণে ৫ ইউয়ান এবং প্রতি টন বর্জ্যের কারণে ১ হাজার ইউয়ান করে শুল্প পরিশোধ করতে হবে। এছাড়াও শব্দ দূষণের কারণেও গুনতে হবে শুল্ক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটির সরকার বায়ু দূষণ কমানো, ফসলি জমি রক্ষা এবং পানি দূষণ রোধের ব্যাপক চেষ্টা করেও বারবারই ব্যর্থ হচ্ছে। এ কারণে করনীতিতে পরিবর্তন এনে শিল্প কারখানার ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। -অর্থনৈতিক রিপোর্টার
×