ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশিত: ০৭:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৬

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন। সোমবার রাত ১০টার দিকে কর্মবিরতির ঘোষণা দিয়ে হাসপাতালের জরুরী বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এতে জরুরী বিভাগে চিকিৎসা ও রোগীর ভর্তি কার্যক্রম বন্ধ থাকে। এক ঘণ্টা পর কর্তৃপক্ষ গিয়ে তালা খুলে দেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়। ২২ নম্বর ওয়ার্ডে ইতি নামের এক নারী ভর্তি আছেন। সন্ধ্যায় স্বজনরা ইতিকে দেখতে যান। ওই সময় আবু নাইম পরাগ নামে এক ইন্টার্ন চিকিৎসক রোগীর কাছে স্বজনদের ভিড় দেখে গালাগালি করে। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে তার বাগ্ববিতণ্ডা হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসক পরাগকে মারধর করে। এতে পরাগের ডান হাতের কব্জির উপরে ভেঙ্গে যায় ও ডান চোখে আঘাত পান। পরে তাকে হাসপাতালের ডক্টরস ওয়ার্ডে ভর্তি করা হয়। সূত্রমতে, সহকর্মী পরাগ লাঞ্ছিত হওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা সন্ধ্যার পর হাসপাতালের পরিচালকদের সঙ্গে আলোচনায় বসেন। ওই সময় হাসপাতালের পরিচালকের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়। ইন্টার্নদের দাবির প্রেক্ষিতে রাত ১০টার দিকে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে ইসমাইল মজুমদার বাদী হয়ে রোগীর দুই স্বজন শাহিন ও জিমিকে আসামি করে রাজপাড়া থানায় মামলা করা হয়। দোষীদের গ্রেফতার দাবিতে রাত ১০টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরী বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে।
×