ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৩:৪৪, ২৫ ডিসেম্বর ২০১৬

অন্যরকম

স্বচালিত গাড়ির আইন! নরওয়ের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২০১৭ সালে দেশটির সরকার সংসদে স্বচালিত গাড়ির আইন পাসের একটি প্রস্তাব দিতে লক্ষ্য নির্ধারণ করেছে। এ আইনের উদ্দেশ্য হবে নরওয়ের রাস্তায় স্বচালিত গাড়ি পরীক্ষার সুযোগ করে দেয়া। তবে তা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও যান চলাচলের নিরাপত্তা বজায় রেখে করা হবে। মার্কিন প্রতিষ্ঠান টেসলার বৈদ্যুতিক গাড়ির জন্য নরওয়ে অন্যতম বড় বাজার। চলতি বছর অক্টোবরে প্রতিষ্ঠানটি জানায়, তাদের নতুন মডেলের গাড়িগুলোতে আরও ক্যামেরা ও একটি রাডার আনা হবে, যার ফলে গাড়িগুলো পুরো স্বচালিত গাড়িতে পরিণত হতে পারবে। -ওয়েবসাইট বর্ণিল নায়াগ্রা ফলস! কানাডার ওন্টারওরি প্রভিন্স ও আমেরিকার নিউইয়র্ক শহরের মাঝে অবস্থিত নায়াগ্রা নদীর তীরে অবস্থিত ১৬৭ ফুট উঁচু নায়াগ্রা ফলস। তিনটি অপরূপ জলপ্রপাতের মিলনস্থল নায়াগ্রা ফলস এভাবেই সেজেছে বর্ণিল নতুন আলোর সাজে। ফলস তিনটির মধ্যে দ্য হর্স স্যু ফলস কানাডার দিকে পড়েছে। বাকি দুটি দ্য আমেরিকান ফলস ও দ্য ব্রাইডাল ভেইল ফলসমেরিকার সম্পত্তি। ডিসেম্বরের শীতল বৃষ্টির রাতে জলপ্রপাতের নিষ্কাশিত পানিতে নীল, কমলা, ফিরোজা ও লালসহ রংধনুর অন্য রংগুলো ফুটে উঠেছে। জলপ্রপাতটিতে ২১টি হ্যালোজেন স্পটলাইটের সঙ্গে ১২ হাজার ৩০০টি নতুন এলইডি লাইট স্থাপন করেছেন খ্যাতিমান ওয়ালেন্ডা পরিবারের নিক ওয়ালেন্ডা। Ñইয়াহু নিউজ
×