ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএলও কর্মকর্তার ‘মারুতি সুজুকি’ গাড়ি জব্দ

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ ডিসেম্বর ২০১৬

আইএলও কর্মকর্তার ‘মারুতি সুজুকি’ গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ কূটনৈতিক সুবিধা অপব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের সিনিয়র স্কিল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কিশোর কুমার সিংয়ের ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আইএলও কর্মকর্তা কুমার সিংয়ের ব্যবহৃত ‘মারুতি সুজুকি’ ব্র্যান্ডের একটি গাড়ি জব্দ করা হয়েছে। তিনি জানান, প্রিভিলেজড পার্সনের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে কিশোর কুমার সিংয়ের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। ড. মঈনুল খান জানান, এর আগে গত ১৯ ডিসেম্বর কিশোর কুমার সিংয়ের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধা নিয়ে অবৈধভাবে গাড়ি ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়ার পর ২২ ডিসেম্বরের মধ্যে গাড়ি জমা দেয়ার জন্য শুল্ক ও গোয়েন্দা অধিদফতর থেকে চিঠি দেয়া হয়। উল্লেখ্য, একই অভিযোগে ২৮ নবেম্বর ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনরের আনা মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
×