ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মতিঝিলে পাগলের আঘাতে পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্য আহত

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ ডিসেম্বর ২০১৬

মতিঝিলে পাগলের আঘাতে পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্য আহত

স্টাফ রিপোর্টার ॥ এক পাগলের হাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা ও এক আনসার সদস্য। আবু মোঃ এমদাদুল হক বাবুল নামের ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মতিঝিল থানা হাজতে রাখা হয়েছে। পাগল বাবুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বুধবার দুপুর একটার দিকে উত্তরা ব্যাংকের মতিঝিল শাখায় ঘটনাটি ঘটে। আহত মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রাব্বানী জনকণ্ঠকে বলেন, বাবুল নামের ওই ব্যক্তি দুপুরে আচমকা ব্যাংকের বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অনেকক্ষণ দরজা খুলছিল না। এতে বিড়ম্বনায় পড়তে হয় ব্যাংকের লোকজন ও গ্রাহকদের। এ সময় দায়িত্বরত আনসার সদস্য রাসেল অনেকক্ষণ ডাকাডাকি করলেও কোন সাঁড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ওই পাগল আনসার সদস্য রাসেলকে ছোট কাঁচি দিয়ে আঘাত করে। খবর পেয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) সেখানে গিয়ে বাথরুমের গ্লাস ভেঙ্গে পাগলকে বের করি করেন। গ্লাস ভাঙ্গার সময় তিনি আহত হন। চিকিৎসকরা জানান, বাবুল মানসিক ভারসাম্যহীন। চিকিৎসা শেষে বাবুলকে মতিঝিল থানা হাজতে রাখা হয়েছে।
×