ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর রেল কারখানায় ৫০ কোচ ॥ চালু হচ্ছে না ৩ ট্রেন

প্রকাশিত: ০৪:২২, ১৩ ডিসেম্বর ২০১৬

সৈয়দপুর রেল কারখানায় ৫০ কোচ ॥ চালু হচ্ছে না ৩ ট্রেন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ লাল সবুজের রঙে নতুন ঝকঝকে আমদানি করা ইন্দোনেশিয়ার ব্রডগেজ রেলপথের ৫০টি কোচ পড়ে আছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সকলের ধারণা ছিল, এসব নতুন কোচের মাধ্যমে বিজয়ের মাস ডিসেম্বরে চালু হবে তিনটি নতুন ট্রেন। কিন্তু রেলের উর্ধতন কর্তৃপক্ষের এখনও কোন নির্দেশ না আসায় নতুন কোচগুলো সৈয়দপুর রেলকারখানা হতে এখনও হস্তান্তর করা হয়নি রেলের ট্রাফিক বিভাগকে। জানা যায়, নতুন কোচগুলো দিয়ে চালু করার কথা রয়েছে পঞ্চগড়- ঠাকুরগাঁও -ঢাকা পথে নতুন দুটি আন্তঃনগর ট্রেন ও চিলাহাটি-নীলফামারী-ঢাকা পথে আরেকটি আন্তঃনগর ট্রেন। তবে অসমর্থিত একটি সূত্র বলছে নতুন বছর ২০১৭-এর ১ জানুয়ারি হতে হয়ত নতুন তিনটি ট্রেন চালু হতে পারে। এমনকি পঞ্চগড়-ঢাকা পথে ট্রেনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আদেশ অনুযায়ী, দিনাজপুর-ঢাকা পথে চলাচলকারী দুটি আন্তঃনগর ট্রেন দ্রুতযান ও একতা এক্সপ্রেসে নতুন কোচ সংযোজন করা হচ্ছে। ওই ট্রেন দুটির পরিবর্তিত গন্তব্য নির্ধারণ করা হয়েছে পঞ্চগড় পর্যন্ত। এ লক্ষ্যে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন বলেন, কোচগুলো এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে কেনা। ১৩টি কোচ দিয়ে সাজানো হবে প্রতিটি ট্রেন। রাজশাহীতে বেইলি ব্রিজের রেলিং ভেঙ্গে ট্রাক খালে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা উপজেলার বায়া এলাকায় একটি বেইলি ব্রিজের রেলিং ভেঙে ফলবাহী ট্রাকের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে খালে খালে পড়ে গেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটি ক্ষতিগ্রস্ত ও ট্রাকে থাকা বিপুল পরিমাণ ফল নষ্ট হয়ে গেছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও দমকলবাহীর সদস্যরা ট্রাকটি উদ্ধার করে। পুলিশ জানায়, বগুড়া থেকে কমলা লেবু ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১৪-৩৯৫৫) রাজশাহী মহানগরীতে আসছিল। পথে রাজশাহীতে প্রবেশের মুখে নওগাঁ-রাজশাহীর মহাসড়কের বায়া নামক স্থানে একটি বেইলি ব্রিজে উঠে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। এতে ব্রিজের রেলিং ভেঙ্গে ট্রাকটির সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে খালে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের হেলপার সামান্য আঘাত পেলেও চালকসহ অন্যদের তেমন কোন ক্ষতি হয়নি। ফল ব্যবসায়ী আলম জানান, একতা এন্টারপ্রাইজের গাড়িটি ১৫৫ ক্যারেট কমলা নিয়ে বগুড়া থেকে তার দোকানেই আসছিল। পথে এ দুর্ঘটনায় হয়েছে। ট্রাকের চালক ও হেলপার অল্পের জন্য বেঁচে গেছেন। তবে তার বিপুল পরিমাণ কমলা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটিও।
×