ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন সপ্তাহে ১১ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় নানা সন্দেহ

প্রকাশিত: ০৬:১৫, ১২ ডিসেম্বর ২০১৬

তিন সপ্তাহে ১১ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় নানা সন্দেহ

শংকর কুমার দে ॥ গত তিন সপ্তাহে রাজধানী ঢাকা, পাবনা, বরিশাল থেকে একের পর এক ১১ জন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় আবারও নানা সন্দেহ ঘনীভূত হয়। এরই মধ্যে আবার ৩ দিনে ৩ জন ফিরে এসে তারা বলেছে, রাগ ও অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছিল। তবে এখনও অপর ৮ জনের হদিস নেই, কোথায় আছে, কি করছে তার সন্ধান মেলেনি। যেই তিনজন ফিরে এসেছে তারা সবাই বাড়ি থেকে রাগ করে চলে যাওয়ার পর বাড়িতে ফিরে আসার কথাগুলো সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছে বলে জানা গেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্র জানান, তবে যে ৮ জন এখনও ফিরে আসেনি তারা কেন নিখোঁজ হয়েছে, কোথায় গেছে, তাদের পরিবারের লোকজনও জানেন না বলে অবহিত করা হয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশকে। এই বিষয়ে জিডিও করেছেন তারা। অতীতে দীর্ঘদিন ধরে যারা নিখোঁজ হয়েছে তারা জঙ্গী তৎপরতায় জড়িয়ে পড়েছে এমন আশঙ্কায় ফিরে আসার আহ্বান, জঙ্গী তৎপরতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুরস্কার ঘোষণা, জঙ্গীবিরোধী অভিযানের মুখে নিখোঁজ হওয়ার প্রবণতা কমে যায়। কিন্তু গত তিন সপ্তাহে একের পর এক নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগ, আতঙ্ক দেখা দিলে তাদের উদ্ধারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, গত তিন দিনে নিখোঁজ যারা ফিরে এসেছে তার মধ্যে রবিবার রংপুরের বাড়িতে ফিরে আসেন পাবনা মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন। আগের দিন শনিবার রাজধানীর বনানীর বাড়িতে ফিরে এসেছেন ইংরেজী মাধ্যমের স্কুলছাত্র সাঈদ আনোয়ার খান। তারও একদিন আগে রাজধানীর গে-ারিয়া থেকে উদ্ধার করা হয় বরিশাল থেকে নিখোঁজ হওয়া কওমী মাদ্রাসার ছাত্র নেয়ামতউল্লাহ। নিখোঁজ তিন ছাত্র বাড়ি ফেরার পর তাদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে তারা বাড়ি থেকে রাগ করে চলে যাওয়ার পর ফিরে এসেছে। গত ৫ ডিসেম্বর বনানী থেকে নিখোঁজ সাঈদ আনোয়ার খান নামের এক কিশোরকে একটি মাইক্রোবাস বাড়িতে নামিয়ে দিয়ে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বাড়ি ফিরে আসার চার দিন আগে নিখোঁজ হন সাঈদ আনোয়ার খান। নিজেদের সন্তানারা বাড়ি ফিরে আসায় তারা স্বস্তির নিশ্বাস ফেলার কথা জানিয়েছেন মা-বাবা-ভাই-বোন ও পরিবারের লোকজন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, গত জুলাইতে গুলশান হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার পর দেখা যায়, বিত্তবান ঘরের উচ্চ শিক্ষিত ছাত্ররা জঙ্গী তৎপরতায় জড়িয়ে পড়ার কারণে তারাও বাড়ি ও পরিবার থেকে নিখোঁজ হন। সেই থেকে নিখোঁজ হওয়া মানেই পরিবারের অভিভাবক, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আশঙ্কা করা হয় নিখোঁজরা জঙ্গী তৎপরতায় জড়িয়ে পড়তে পারে। জঙ্গীবিরোধী অভিযানের মুখে ও সমাজ সচেতনতার কারণে মাঝখানে নিখোঁজ হওয়ার প্রবণতা কমে যায়। অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ফিরে আসেন নিখোঁজদের অনেকেই। বাড়ি ফিরে এসে তিন ছাত্র কি বলেছে? নিখোঁজ তিন ছাত্ররা বাড়ি ফিরে এসে মা, বাবা অভিভাবক ও পুলিশের কাছে তাদের নিখোঁজ হওয়ার কথা বর্ণনা করেছেন। রংপুর কাউনিয়া এলাকার জাকির হোসেন। সে পাবনা মেডিক্যালের তৃতীয় বর্ষের ছাত্র। পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও। গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়ায়। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে। রবিবার সকালে রংপুরের বাড়িতে ফেরেন জাকির হোসেন। রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেছেন, জাকির অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পরে জাকির বাড়িতে ফিরে আসে। জাকিরের বড় ভাই জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেছেন, মোটর বাইক কিনে না দেয়ায় রাগ করে জাকির বাসা ছেড়ে ঢাকার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। আজ সকালে তাকে রংপুরে ফিরিয়ে আনা হয়েছে। গত ১ ডিসেম্বর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বাড়ি থেকে ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে জাকির নিখোঁজ হন বলে পাবনা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ থানায় জিডি করেছিল। গত ৪ ডিসেম্বরে ছেলের সন্ধান চেয়ে কাউনিয়া থানায়ও একটি জিডি করেন জাকিরের বাবা সুরুজ্জামানও। তাতে তিনি বলেছিলেন, গত ২৪ নবেম্বর বাড়িতে এসেছিলেন জাকির। ১ ডিসেম্বর লালমনি এক্সপ্রেসে পাবনা রওনা হওয়ার পর থেকে তার সন্তান যোগাযোগ বিচ্ছিন্ন। সম্প্রতি যে কয়েকজন তরুণ নিখোঁজ বলে গণমাধ্যমে খবর আসে, তার মধ্যে পাবনা মেডিক্যালের ছাত্রলীগ নেতা জাকিরের নামও ওঠে। রবিবার বাড়ি ফিরে আসার পর তার পরিবারের পক্ষ থেকে স্বস্তির নিশ্বাস ফেলা হয়।
×