ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস পালনে আওয়ামী লীগের ৪ দিনের কর্মসূচী

প্রকাশিত: ০৬:১৪, ১২ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবস পালনে আওয়ামী লীগের  ৪ দিনের  কর্মসূচী

বিশেষ প্রতিনিধি ॥ দলের সাংগঠনিক কর্মকা-কে বেগবান করতে শীঘ্রই এক শ’ কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মনোনয়ন দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী পহেলা জানুয়ারি থেকে ধানম-ির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে নেয়া একটি বাড়িতে দলের নতুন কার্যালয় হিসেবে নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে দলটি। আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে জোর নির্বাচনী প্রচার চালাতে ১৪ কেন্দ্রীয় নেতার নেতৃত্বে চৌদ্দটি শক্তিশালী কমিটিও গঠন করে দিয়েছে আওয়ামী লীগ। রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের এক যৌথসভায় এমন নির্দেশ দেয়া হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচী সফল করতে এ যৌথসভা ডাকা হয়। বৈঠকে এ দুটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে চার দিনের কর্মসূচী ঘোষণা করেছে দলটি। বৈঠক থেকে নির্দেশ দেয়া হয়Ñ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে টাঙ্গানো পোস্টার, ব্যানার, তোরণ, বিলবোর্ড আগামী ১৪ ডিসেম্বরের আগে নামিয়ে ফেলুন। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব শুভেচ্ছা জানিয়ে টাঙ্গানো এসব ব্যানার-ফেস্টুন সরাতে হবে দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের। আগামীতে শুভেচ্ছা জানিয়ে কোন বিলবোর্ড, ব্যানার-পোস্টার লাগালে তাতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না। সভা শেষে সাংবাদিক সম্মেলনে দলটির যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দলের পক্ষে এ নির্দেশ দিয়ে বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আগে এবং পরে বিভিন্ন নেতাদের শুভেচ্ছা জানিয়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ব্যানার, পোস্টার, বিলবোর্ড টাঙ্গানো হয়েছে। এর প্রায় ৯০ শতাংশ পোস্টার নামানো হয়েছে। বাকি যেসব পোস্টার, বিলবোর্ড রয়েছে তা ১৪ ডিসেম্বরের আগে নামাতে হবে। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কেউ পোস্টার, বিলবোর্ড লাগালে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়া আর কারও ছবি ব্যবহার করা যাবে না। তিনি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচী ঘোষণা করেন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয় শীঘ্রই দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের ১০০টি পদ পূরণ করা হবে। এর মধ্যে ১৯টি সম্পাদকীয় বিভাগ, চারটি যুগ্মসাধারণ সম্পাদক এবং আটটি সাংগঠনিক সম্পাদকের জন্য প্রতিটিতে তিনজন করে মোট ৯৩ জন সহসম্পাদক মনোনয়ন দেয়া হবে। বাকি সাতজন সহসম্পাদক মনোনয়ন দেয়া হবে দফতর বিভাগের জন্য। এছাড়া বৈঠকে আগামী ১ জানুয়ারি থেকে দলের নতুন কার্যালয়ের কার্যক্রম শুরুর সিদ্ধান্তও নেয়া হয়। দলের নির্বাচনী ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ধানম-ি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন একটি বাড়িতে নতুন কার্যালয় নিয়েছে আওয়ামী লীগ। বৈঠকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। সূত্র জানায়, আলোচনার পর সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের ১৪ কেন্দ্রীয় নেতার নেতৃত্বে ১৪টি পৃথক টিম নাসিক নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবে। জেলা পরিষদ নির্বাচনেও দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাইবে তারা। এছাড়া ঢাকায় অবস্থানরত নারায়ণগঞ্জের নেতাকর্মীদের এখন থেকে সর্বক্ষণিক এলাকায় থেকে ডাঃ আইভীর পক্ষে নির্বাচনী প্রচার চালানোর জন্যও নির্দেশ দেয়া হয়। কর্মসূচীর মধ্যে রয়েছেÑ ১৪ ডিসেম্বর দিবসটির সূর্যোদয়ের সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল সোয়া ৭টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, সকাল সাড়ে ৯টায় রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই দিন বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের দুই দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছেÑ ওই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারী কর্মসূচীর সঙ্গে সমন্বয় করে সকাল ৬টা ৩৪ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। পরদিন ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। সভায় আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া ১৮ ডিসেম্বর ধানম-ির রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করবেন। এদিকে কর্মসূচী চূড়ান্ত করার আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ দীপু মনি, আব্দুর রহমান, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আব্দুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, ফজিলাতুন্নেসা ইন্দিরা, ফরিদুন নাহার লাইলী, ডাঃ রোকেয়া সুলতানা, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল হোসেন, আমিরুল ইসলাম মিলন, পারভীন জাহান কল্পনা, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নাসিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির সেনা দাবি -ড. রাজ্জাক ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপির জš§ সেনা ছাউনিতে। তাই বিএনপি বারবার সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতার মালিক দেশের জনগণ। দেশের জনগণ যাদের চাইবে তারাই ক্ষমতায় আসবে। রবিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হল মিলনায়তনে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সফল করার লক্ষ্যে’ আয়োজিত যৌথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ যৌথসভার আয়োজন করে। আবদুর রাজ্জাক বলেন, সেনাবাহিনী আমাদের গর্ব। বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে সেনাবাহিনী সুনাম অর্জন করেছে। তাছাড়া দেশে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকে। কাজেই ক্ষমতায় যাওয়ার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করে তাদের ভাবমূর্তি বিনষ্ট করতে দেয়া হবে না। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে নিরপেক্ষ ও সুন্দর। এ নির্বাচনে সেনাবাহিনীর কোন প্রয়োজন হবে না। নিরপেক্ষ ও সুষ্ঠু এ নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করাই বিএনপির উদ্দেশ্য। তারা দেশের সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচনে বারবার সেনা মোতায়েনের দাবি জানায়। বিএনপিকে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি এখন আর কোন দলের রাজনীতি করেন না। তিনি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন। দয়া করে আপনারা রাষ্ট্রপতির ওপর আস্থা রাখুন। আগুন সন্ত্রাস বন্ধ করুন। আগুন সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়া যায় না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা নজিবুল হক সর্দার, হুমায়ুন কবির, আলমগীর চৌধুরী, খন্দকার এনায়েত উল্যাহ, কামাল চৌধুরী, হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল প্রমুখ। সভা পরিচালনা করেন দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
×