ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বরিশালে মনোনয়ন সংগ্রহ করলেন আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী

প্রকাশিত: ২২:৩৮, ৩০ নভেম্বর ২০১৬

বরিশালে মনোনয়ন সংগ্রহ করলেন আ’লীগের তিন বিদ্রোহী প্রার্থী

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেনা বিএনপি ও জাতীয় পার্টি। তার পরেও প্রতিদ্বন্ধিতা ছাড়া চেয়ারম্যান নির্বাচিত হতে পারছেন না আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর। কেননা নিজ দলের বিশেষ কোন নেতার নেপথ্য মদদে খোঁদ নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন কয়েকজন নেতা। আর এমনটি ঘটতে চলেছে খোঁদ বরিশাল জেলা পরিষদ নির্বাচনে। ফলে বরিশাল সিটি কপোরেশনের নির্বাচনের ন্যায় জেলা পরিষদ নির্বাচনেও অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা। আজ বুধবার দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও একজন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের একাধিক নেতাকর্মীরা জানান, যারা দলের সভাপতি ও সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত অমান্য করে মনোয়নপত্র ক্রয় করেছে তারা দলের লোক হতে পারেনা । এনিয়ে ক্ষমতাসিন দল আওয়ামীলীগের মধ্যে বিভাজন সৃষ্টির আশংকাও করছেন তারা।
×