ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ

খাদিজা হত্যাচেষ্টা মামলার বিচার প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০৫:৩৯, ৩০ নভেম্বর ২০১৬

খাদিজা হত্যাচেষ্টা মামলার বিচার প্রক্রিয়া শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কলেজ শিক্ষার্থী খাদিজা হত্যাচেষ্টা মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার একমাত্র আসামি বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পন্ন করে আগামী ৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে বদরুলকে নিয়ে আসা হয়। এরপর আদালত অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে। এর মাধ্যমে আলোচিত মামলাটির বিচার কার্য শুরু হলো। এর আগে মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মফুর আলী আসামি বদরুলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। শুনানি শেষে আদালত আসামি বদরুলের বিরুদ্ধে দ-বিধির ৩০৭ ও ৩২৬ ধারায় অভিযোগটি গঠন করেন। এ সময় আদালতে আসামি বদরুলের আইনজীবী এ্যাডভোকেট সাজ্জাদ জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। খাদিজার পক্ষে আদালতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট একেএম শিবলী, বর্তমান সভাপতি এ্যাডভোকেট একেএম সামিউল আলম, এ্যাডভোকেট মাহফুজুর রহমান। এর আগে গত ১৫ নবেম্বর বদরুলের বিরুদ্ধে প্রদানকৃত অভিযোগপত্র (চার্জশীট) গ্রহণ করেছিলেন সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত। ঐদিনই আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা চার্জশীট গ্রহণ শেষে বিচার শুরুর জন্য ২৯ নবেম্বর পরবর্তী কার্যদিবস ধার্য করেছিলেন।
×