ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি

ফিলিপিন্সে সাবেক ৬ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:২৬, ২৩ নভেম্বর ২০১৬

ফিলিপিন্সে সাবেক ৬ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে অর্থ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজাল ব্যাংকিং কর্পোরেশনের সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। ফিলিপিন্সের এ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) এ মামলা করেছে। ফিলিপিন্সের বিচার বিভাগে করা মামলায় ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার রোধ আইনে লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সাবেক ওই কর্মকর্তারা হলেন ট্রেজারার ও রিটেইল ব্যাংকিং গ্রুপের প্রধান রাউল ভিক্টর, ন্যাশনাল সেলস ডিরেক্টর ইসমায়েল রেয়েস, রিজিওনাল সেলস ডিরেক্টর ব্রিগেতে ক্যাপিনা, ডিস্ট্রিক্ট সেলস ডিরেক্টর নেস্তর পিনেদা, কাস্টমার সার্ভিসের প্রধান রোমুয়ালদো আগারাদো ও জ্যেষ্ঠ কাস্টমার রিলেশন অফিসার এ্যাঙ্গেলা রুথ টোরেস। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়; বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়। আর ফিলিপিন্সে চলে যাওয়া অর্থের মধ্যে ১১ নবেম্বর ১ কোটি ৫২ লাখ ডলার (১২০ কোটি টাকা) ফেরত দিয়েছে ফিলিপিন্স। ফিলিপিন্সের বাংলাদেশ দূতাবাস নগদ এ অর্থ গ্রহণ করে।
×