ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাসিরনগরের ঘটনায় পুলিশের প্রতিবেদন সাজানো ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৩৮, ১৬ নভেম্বর ২০১৬

নাসিরনগরের ঘটনায় পুলিশের প্রতিবেদন সাজানো ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বি-বাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদন সাজানো বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশের দেয়া এ তদন্ত প্রতিবেদন বিএনপি প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী ও এমপিকে রক্ষা করতেই এই সাজানো প্রতিবেদন জমা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আমরা মনে করি, বিএনপির দুই নেতাকে জড়িয়ে তদন্ত প্রতিবেদন দাখিল শুধু হাস্যকরই নয়, বরং দুষ্কর্ম ঢেকে দেয়ার একটি অপচেষ্টা। আমরা তদন্ত প্রতিবেদন থেকে বিএনপির স্থানীয় নেতাদের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি বলেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, এটা সুস্পষ্ট। দেশবাসী সব কিছু জানেন। যেসব টিম সেখানে গেছেন, তারাও বলেছেন এবং হিন্দু মহাজোটের নেতারাও বলেছেন, শাসকদলের লোকেরাই এর জন্য দায়ী। রিজভী বলেন, নাসিরনগরে অগ্নিসংযোগের ঘটনায় ১৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে বিএনপির নাসিরনগর উপজেলা সহ-সভাপতি জামাল উদ্দিন ও ইউনিয়ন যুব দলের সহ-সভাপতি বিল্লাল হোসেনের নামও জড়িয়ে দিয়েছে। এটা করা হয়েছে শুধু আওয়ামী লীগের অপকর্মে ভারসাম্য আনার জন্য। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারী উদ্যোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, শাসক দল অশুভ ইচ্ছার প্রতিফলন ঘটালে দেশ চরম অস্থিতিশীল হয়ে উঠবে এবং জনগণ তা কখনোই মেনে নেবে না।
×