ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ব্রিজ ॥ ১০ গ্রামের মানুষের ভোগান্তি

প্রকাশিত: ০৬:২২, ১ নভেম্বর ২০১৬

বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ব্রিজ ॥ ১০ গ্রামের মানুষের ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার গোটাপাড়ার পারনওয়াপাড়া আড়ার খালের ব্রিজটি ভেঙ্গেচুরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১০ গ্রামের ১৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এ ব্রিজটির একাংশ ভেঙ্গে খালে বিলীন হয়ে গেলেও প্রয়োজনীয় সংস্কার না করায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। স্থানীয়রা সাইকেল, রিক্সা, ভ্যান নিয়ে ঝুঁকি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে চলাচল করছে। দেখা গেছে, পারনওয়াপাড়া-আতাইকাঠির সংযোগস্থল আড়ার খালের ওপর নির্মিত ব্রিজের পাত ভেঙ্গে পড়ায় স্থানীয় লোকজন বাধ্য হয়ে জোড়াতালি লাগিয়ে কোনমতে পারাপার করছেন। একাধিক গ্রামবাসী জানান, পারনওয়াপাড়ার গুরুত্বপূর্ণ এ ব্রিজটির দু’পাশে রয়েছে, দেপাড়া, কান্দাপাড়া, আতাইকাঠি, পারনওয়াপাড়া, নওয়াপাড়া, বানিয়াগাতী, পাতিলাখালী, গাওয়াখালী, গাবরখালী ও ভাটসালা গ্রাম। আর এসব গ্রামের ১৫ হাজার মানুষের যাতায়াতের জন্য এ ব্রিজটি গুরুত্বপূর্ণ। চলাচলের অযোগ্য হবার পরেও জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে পারাপার হচ্ছে। অনেক সময় পার হতে গিয়ে অনেক পথচারী পড়ে গিয়ে আহত হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ এ ব্রিজটির একপাড়ে পারনওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি হচ্ছে। অপরদিকে পারনওয়াপাড়া আতাইকাঠির প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা এ রাস্তাটি চলাচলের উপযোগী নেই। খানাখন্দে ভরা এ সড়কটির ছোট ২/৩ টি কালভার্টও রয়েছে চরম ঝুঁকিপূর্ণ। অভিযোগ দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদের গুরুত্বপূর্ণ এ ব্রিজ ও সড়কটি বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেয়নি। কচুয়ায় বাঁশের সাঁকো নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর থেকে জানান, বিতরা ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। জানা গেছে , কচুয়া-সাচার খালের ওপর খলাগাঁও সরকারবাড়ি ও বিতরা কপিলউদ্দিন মাস্টার বাড়ির কাছে ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০ মিটার লম্বা বাঁশের সাঁকো দিয়ে খলাগাঁও, বিতরা, শংকরপুর, অভয়পাড়া ও সফিবাদ গ্রামের মানুষ চলাচল করে। কচুয়া-সাচার খালের ওপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোটি ওই এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তা। ওই এলাকার বিতরা আলিম মাদ্রাসা, বিতরা ও অভয়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পালাখাল কলেজ ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে। প্রায়ই বাঁশের সাঁকো থেকে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা দুর্ঘটনায় পতিত হয়।
×