ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এফবিআই প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

প্রকাশিত: ২০:০৩, ৩১ অক্টোবর ২০১৬

এফবিআই প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু' সপ্তাহ আগে প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে ফের তদন্তের ঘোষণা দেন দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এর কারণে নির্বাচনে বেশ কিছু ভোট হিলারির হাতছাড়া হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবার এরই জের ধরে দেশটির এক ডেমোক্র্যাট নেতা এফবিআই প্রধানের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনেছেন। হ্যারি রেইড নামক সেই সিনেটরের দাবি, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন হিলারির ক্লিনটনের ইমেইল তদন্ত করার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করে আইন ভঙ্গ করেছেন। হ্যারি রেইডের মতে, তদন্তের বিষয়টি প্রকাশের মাধ্যমে এফবিআইয়ের পরিচালক জেমস কোমে নির্বাচনকে প্রভাবিত করেছেন। যা আইনপরিপন্থী।
×