ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রদেশে জেল ভেঙে পালাল ৮ সিমি সদস্য

প্রকাশিত: ১৯:৫২, ৩১ অক্টোবর ২০১৬

মধ্যপ্রদেশে জেল ভেঙে পালাল ৮ সিমি সদস্য

অনলাইন ডেস্ক॥ ভারতের একটি জেল ভেঙে পালাল নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র আট সদস্য। রবিবার গভীর রাতে মধ্যপ্রদেশের ভোপাল জেলের নিরাপত্তা রক্ষীকে খুন করে তারা জেল ভেঙে পালায় বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। জেলে পাঁচিল টপকানোর সময় বিছানার চাদর (বেডশিট)-কে রশি হিসাবে ব্যবহার করেছিল বলে জানা গেছে। গত তিন বছরে মধ্যপ্রদেশের জেল থেকে এনিয়ে দ্বিতীয়বারের মতো ঘটনা ঘটলো। ভোপালের ডিআইজি রমন সিং জানান, ‘রবিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জেলের এক নিরাপত্তারক্ষীকে বেঁধে রাখে পরে রমা শঙ্কর নামে এক হেড কনস্টেবলকে স্টিলের পাত দিয়ে গলা কেটে খুন করে পালায়। পালানোর সময় বিছানার চাদর পাকিয়ে তাকে রশি বানিয়ে জেলের উঁচু পাচিল টপকে বাইরে বেরিয়ে যায়। পলাতক সিমির আট সদস্যকে ধরতে জোর অভিযান শুরু করা হয়েছে। এই ঘটনায় রাজ্য জুড়েই সতর্কতা জারি করা হয়েছে। জেল পালানোর ঘটনায় তিন নিরাপত্তা রক্ষীকে কর্তব্যে অবহেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং জেলের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার কথা স্বীকার করে নিয়ে জানান, 'এই ঘটনার পুরোপুরি তদন্ত করা হবে। জেলের ভিতরে থাকা বন্দিদের নিরাপত্তা খতিয়ে দেখতে কয়েকটি দল গঠন করা হয়েছে।' পুলিশ সূত্রে খবর, পলাতক আট সদস্যই ২০০৮ সালে আমেদাবাদ সিরিয়াল বোমা বিস্ফোরণ মামলা এবং দুই বছর আগে পুণে, করিমনগর ও চেন্নাইয়ের বিস্ফোরণেও জড়িত ছিল। পাশাপাশি সিমির তিন সদস্য গত ২০১৩ সালে মধ্যপ্রদেশের খান্ডওয়ারা জেল ভেঙে পালানোর ঘটনাতেও জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। সেসময় জেলের বাথরুমের পাঁচিল ভেঙে পালায় বন্দিরা।
×