ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:০২, ৩১ অক্টোবর ২০১৬

কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ কবিতা লেখার হাতে করুণা চেয়ে লিখবেন না হেলাল হাফিজ। দেশের প্রখ্যাত ও তুমুল জনপ্রিয় এই কবির অহঙ্কারের জায়গা অটুট থাকল। কোন দরখাস্ত ছাড়াই অমর স্রষ্টার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌবনের কবি হেলাল হাফিজের একটি চোখ গ্লুকোমা আক্রান্ত হয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ৬৮ বছর বয়সী কবির অন্য চোখটিও আক্রান্ত। আশঙ্কা করা হচ্ছে, চোখের আলো নিভে যেতে পারে। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান, রবিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে হেলাল হাফিজের সাক্ষাত হয়। কবি প্রধানমন্ত্রীর হাতে তার দুটি কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ এবং ‘কবিতা ৭১’ উপহার হিসেবে তুলে দেন। ৪৫ মিনিটের সাক্ষাতে প্রধানমন্ত্রীকে স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান তিনি। এ সময় প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং চিকিৎসার দায়িত্ব নেন।
×