ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ নভেম্বর স্মরণ কালের বড় সমাবেশ করবে বিএনপি: মির্জা আব্বাস

প্রকাশিত: ০১:০১, ২৯ অক্টোবর ২০১৬

৭ নভেম্বর স্মরণ কালের বড় সমাবেশ করবে বিএনপি: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার ॥ ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি স্মরণ কালের সবচেয়ে বড় সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মির্জা আব্বাস বলেন, ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছি। প্রত্যাশা করছি, সরকার আমাদের সমাবেশের অনুমতি দেবে। সমাবেশ সফল করতে নগর বিএনপির প্রতিটি এলাকায় প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশকে অন্ধবারে নিমজ্জিত করে ঢাকাকে আলোকিত করেছে ক্ষমতাসীনরা। সরকারকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেনম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। আর আপনারা যদি পাঁতানো নির্বাচন করতে চান তাহলে এখনই নিজেদের বিজয়ী ঘোষণা দিন। বিএনপি সুসংগঠিত নয়-সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের নির্যাতন বন্ধ করে দেখুন বিএনপি সংগঠিত কি না। দেখেন বিএনপির সভা-সমাবেশে কত লোক হয়।
×